Lok Sabha Election 2024

প্রতিশ্রুতি পূরণ হয়নি! শেষ পর্যন্ত ভোট বয়কটই করলেন পূর্ব বর্ধমানের দিলালপুর গ্রামের মানুষেরা!

ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই রাস্তা ও পাকা সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের বাসিন্দারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ২৩:৩৪
Share:

—নিজস্ব চিত্র।

শেষ পর্যন্ত ভোট বয়কটের দাবিতেই অনড় থাকলেন গ্রামবাসীরা। নির্বাচন কমিশনের প্রতিনিধিদের অনুরোধেও বরফ গলল না পূর্ব বর্ধমানের দিলালপুর গ্রামে।

Advertisement

ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই রাস্তা ও পাকা সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের ক্ষোভ এতটাই তীব্র ছিল যে, গ্রামে কোনও রাজনৈতিক দলকে প্রচারও করতে দেননি তাঁরা। দেওয়াল লিখনও মুছে দেওয়া হয়। গোটা গ্রামে কোথাও কোনও রাজনৈতিক দলের পোস্টার বা ব্যানার নেই। শাসক তৃণমূলের লোকেরা গ্রামে ভোটপ্রচার করতে গেলে তাঁদের বাধাও দেন গ্রামবাসীরা। কয়েক দিন আগে গ্রামে গিয়েছিলেন কমিশনের প্রতিনিধিরা। তাঁরাও গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তবুও তাঁরা অনড় ছিল। বুধবার ভোটগ্রহণ শুরু হওয়ার সকাল ১০টা পর্যন্ত মাত্র পাঁচটি ভোট পড়েছে। তার মধ্যে দুই দলের দুই এজেন্ট ও তিনটি ইডিসি ভোট ছিল। গোটা দিনের ছবিটাও তা-ই ছিল। বাগিলা গ্রাম থেকে মেমারি বাজার আসার একমাত্র রাস্তার মাঝে রয়েছে একটি খাল এবং তার উপর ভগ্নপ্রায় কাঠের সেতু। দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি। প্রাণ হাতে করে গ্রামবাসীদের প্রতিনিয়তই পারাপার করতে হচ্ছে বলে গ্রামবাসীদের দাবি। তাঁদের বক্তব্য, সেই কারণেই তাঁরা কেউ বুথমুখি হননি।

প্রিজাইডিং অফিসার ধ্রুবজ্যোতি সেন বলেন, ‘‘সকাল ১০ টা পর্যন্ত মাত্র ৫ টি ভোট পড়েছিল। বেলার পর বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিডিও শতরূপ দাস যান দিলালপুর গ্রামে। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement