Lok Sabha Election 2024

‘মিথ্যা রিপোর্ট’, বামের নিশানায় সিইও দফতর

সিপিএমের অভিযোগ, কিছু আধিকারিক ইচ্ছাকৃত ভাবে তথ্য-প্রমাণ অগ্রাহ্য করে কমিশনে ‘মিথ্যা রিপোর্ট’ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ০৮:২৫
Share:

—প্রতীকী ছবি।

ধর্মীয় জমায়েতের মঞ্চ থেকে ভোট-প্রচার করে আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশনে এমনই অভিযোগ করেছিল সিপিএম। তার সঙ্গে উপযুক্ত তথ্যপ্রমাণ জমা দেওয়া হলেও, এমন কোনও ঘটনা ঘটেনি জানিয়ে কমিশনের প্রতিনিধিরা মিথ্যা রিপোর্ট দিয়েছেন বলে ফের অভিযোগ করল সিপিএম। এই সূত্রেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিয়ো ক্লিপিং (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) জমা দিল তারা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী সিইও দফতরে চিঠি দিয়ে কমিশনের রিপোর্ট ও তার বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কমিশনের রিপোর্টে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী সিএএ, এনআরসি-র বিরুদ্ধে বার্তা দিয়ে কোনও ‘ধর্মীয় বা সম্প্রদায়গত আনুকূল্য দাবি করেননি’। যদিও সিপিএমের দাবি, রেড রোডে এ বার ইদের নমাজের মঞ্চে ধর্মীয় প্রতিনিধিদের পাশে নিয়েই মমতা বলেছিলেন, রাজ্যে বিজেপির বিরুদ্ধে তাঁরাই লড়ছেন। সব ভোট যেন তৃণমূল কংগ্রেসই পায়। সিপিএমের অভিযোগ, কিছু আধিকারিক ইচ্ছাকৃত ভাবে তথ্য-প্রমাণ অগ্রাহ্য করে কমিশনে ‘মিথ্যা রিপোর্ট’ দিয়েছেন। সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement