Congress CPM Alliance

তৃণমূল ৪২ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতেই আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের উপর চাপ বাড়াল সিপিএম

দিল্লিতে সোমবার ছিল সিপিএমের পলিটব্যুরো বৈঠক। দলীয় সূত্রের খবর, সেখানে আলোচনা হয়েছে, বাংলায় কংগ্রেসের সঙ্গে আসন-রফায় কোনও বাধা নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৪ ০৭:০৬
Share:

—প্রতীকী ছবি।

রাজ্যে ৪২টি লোকসভা আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এর পরে আসন সমঝোতার প্রশ্নে কংগ্রেসের উপরে আরও চাপ বাড়াল সিপিএম। অনির্দিষ্ট কাল অপেক্ষা না করে কাল, বুধবার বামফ্রন্টের তরফে আসন সংক্রান্ত প্রাথমিক ঘোষণার পরিকল্পনা নিল তারা। তবে সিপিএম নেতৃত্ব আশাবাদী, এই দু’দিনের মধ্যেই এআইসিসি নেতৃত্ব তাঁদের অবস্থান স্পষ্ট করে দেবেন। একই বক্তব্য প্রদেশ কংগ্রেস নেতৃত্বেরও।

Advertisement

দিল্লিতে সোমবার ছিল সিপিএমের পলিটব্যুরো বৈঠক। দলীয় সূত্রের খবর, সেখানে আলোচনা হয়েছে, বাংলায় কংগ্রেসের সঙ্গে আসন-রফায় কোনও বাধা নেই। কিন্তু কংগ্রেসের তরফে স্পষ্ট কিছু এখনও জানানো হয়নি বলেই গোটা বিষয়টি থমকে রয়েছে। কংগ্রেস এবং আইএসএফ-কে সঙ্গে নিয়েই বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়তে চায় বামেরা। তৃণমূল প্রার্থী ঘোষণা করে দেওয়ার পরে আর অপেক্ষা করা যে অর্থহীন, সেই বার্তা সিপিএমের তরফে এআইসিসি-র কাছেও পৌঁছে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই বৈঠকের পরে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দিল্লিতে থেকে গিয়েছেন। দলের এক পলিটব্যুরো সদস্যের কথায়, ‘‘কংগ্রেস বাংলায় কত আসনে লড়তে চায়, সেটা দ্রুত জানা খুব জরুরি। মুখোমুখি বসে আলোচনা করতে পারলে আরও ভাল। আশা করা যাচ্ছে, দু’দিনের মধ্যে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে।’’

কংগ্রেসের সঙ্গে রফার প্রস্তুতির জন্যই আজ, মঙ্গলবার কলকাতায় বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে। আর দিল্লিতে পলিটব্যুরো বৈঠকের আগে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘‘এক একটা দল নিজেদের মতো সিদ্ধান্ত নেয়। বাংলায় তৃণমূল স্পষ্ট করে দিয়েছে, তারা একাই লড়তে চায়। এ বার ‘ইন্ডিয়া’ জোটের বাকি শরিকদের সিদ্ধান্ত নিতে হবে তাদের কৌশলের ব্যাপারে।’’ এ রাজ্যে সিপিএমের প্রাথমিক প্রার্থী তালিকার বিষয়েও পলিটব্যুরোর বৈঠকে আলোচনা সেরে নেওয়া হয়েছে।

Advertisement

প্রদেশ কংগ্রেস নেতৃত্বকেও এআইসিসি-র পর্যবেক্ষকেরা ইঙ্গিত দিয়েছেন, দু-এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। তৃণমূলের ‘একতরফা’ প্রার্থী ঘোষণা সম্পর্কে এআইসিসি-র সাধারণ সম্পাদক জয়রাম রমেশ যে অসন্তোষ প্রকাশ করেছেন, সেই ব্যাপারে এ দিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্য, ‘‘ওঁর এত দিনে দিব্য চক্ষু খুলছে তো কী বলব! আমি অনেক আগেই বলে দিয়েছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement