Lok Sabha Election 2024

বৃষ্টিতে প্রচারে ভাটা, চা বাগানে ঘুরলেন বাম প্রার্থী

বুধবার শিলিগুড়িতে দিনভর ঝিরিঝিরি বৃষ্টির জেরে দলীয় প্রচার করতে পারেনি কোনও দলই। তৃণমূল প্রার্থী গোপাল লামা নকশালবাড়িতে সকালের দিকে একটি ধর্মীয় অনুষ্ঠান যোগ দেন।

Advertisement

নীতেশ বর্মণ, বিল্টু সূত্রধর 

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৪ ০৮:৫২
Share:

বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা হাতে চা বাগানে ভোট প্রচারে ব্যস্ত জলপাইগুড়ি বাম প্রার্থী দেবরাজ বর্মণ। ছবি - সন্দীপ পাল।

দলীয় বৈঠকে কারা অনুপস্থিত খাতায় নোট করে রাখছেন নেতারা। তাঁদের ফোন করে বৈঠকে অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হবে। যথার্থ কারণ জানাতে না পারলে, নেতারা গিয়ে বোঝাবেন। তাতেও সমস্যা না মিটলে দলীয় নেতৃত্বকে জানানো হবে ওই অনুপস্থিত নেতার সম্পর্কে। ভোটের আগে এ ভাবেই ‘অভিমানীদের’ খুঁজে বার করার চেষ্টা চলছে দার্জিলিং (সমতল) তৃণমূলে। কয়েক দিন আগে অভিমানীদের নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। দলীয় সূত্রে খবর, তার পর থেকে সতর্ক নেতারাও।

Advertisement

বুধবার শিলিগুড়িতে দিনভর ঝিরিঝিরি বৃষ্টির জেরে দলীয় প্রচার করতে পারেনি কোনও দলই। তৃণমূল প্রার্থী গোপাল লামা নকশালবাড়িতে সকালের দিকে একটি ধর্মীয় অনুষ্ঠান যোগ দেন। বিকেলের দিকে একটি মোটরবাইক মিছিলও হয়েছে নকশালবাড়িতে। সেখানে সভাধিপতি অরুণ ঘোষের স্কুটারে তৃণমূল প্রার্থীকে হেলমেট ছাড়া, প্রচারে ঘুরতে দেখা গিয়েছে। পরে ব্লক কমিটিগুলিকে নিয়ে ঘরে বসে বৈঠকে যোগ দিয়েছেন গোপাল।
গোপাল বলেন, ‘‘দলের কারা অভিমানী আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে কারা উপস্থিত হচ্ছেন না, তা নোট করা হচ্ছে। কেন অনুপস্থিত, তা দলের তরফে জেনে নিতে বলব।’’

বৃষ্টিতে জোরদার প্রচারে নামতে পারেনি তেমনই বাম, কংগ্রেস কিংবা বিজেপিও। বিজেপি শহরের মাল্লাগুড়ির জেলা অফিসে চার বিধানসভার নির্বাচনী কমিটির বৈঠক করেছে। বিজেপির শিলিগুড়ি জেলার সভাপতি অরুণ মণ্ডল বলেন, ‘‘প্রচার চলছে। তবে এ দিন আকাশ খারাপ থাকায় দলীয় বৈঠকগুলিতে বেশি জোর দেওয়া হয়েছে।’’

Advertisement

তবে বৃষ্টি উপেক্ষা করে এ দিন ছাতা মাথায় চা বাগানে ভোট প্রচারে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে জলপাইগুড়ির বাম প্রার্থী দেবরাজ বর্মণকে। বুধবার শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানে গিয়ে চা শ্রমিকদের ন্যায্য দাবি সংসদে তুলে ধরার আশ্বাস দিয়ে প্রচার করেন প্রার্থী। পাশাপাশি, চা শ্রমিকদের যত পরিমাণ জমি রয়েছে, সে জমির
পাট্টা প্রদানের দাবি তোলেন প্রার্থী দেবরাজ।

বাম প্রার্থীকে এ দিন কাছে পেয়ে বাগানের শ্রমিক বিজিতা ওরাওঁ বলেন, ‘‘রাজ্য সরকার যে জমির পাট্টা দিচ্ছে, এটা আমরা চাই না। আমরা চাই, যে-যেখানে কয়েক পুরুষ থেকে বসবাস করছেন, তাঁদের সেই পরিমাণ জমির পাট্টা দেওয়া হোক।’’

বাম প্রার্থী দেবরাজ বর্মণ বলেন, ‘‘চা শ্রমিকদের ন্যূনতম মজুরি, জমির সমস্যা মেটাতে আমাদের লড়াই চলছে। বামেদের সংসদে পাঠালে চা শ্রমিকদের অধিকার সংসদে তুলে নতুন আইন চালু করা হবে, এই প্রতিশ্রুতি দিয়ে বাগানে-বাগানে প্রচার চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement