সিইও অফিসের সামনে কংগ্রেসের বিক্ষোভ। — নিজস্ব চিত্র।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর উপর ক্রমাগত আক্রমণের প্রতিবাদ করে শনিবার সিইও অফিসের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। কংগ্রেস নেতাদের অভিযোগ, তৃণমূলের গুন্ডাবাহিনী পরিকল্পিত ভাবে অধীরকে প্রচারে বাধা দিচ্ছে। তারই প্রতিবাদ জানাতে শনিবার এই কর্মসূচি।
মুর্শিদাবাদের নওদায় আবার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন অধীর। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। হেঁটে যখন প্রচার করছেন অধীর, তখন উঠল ‘গো ব্যাক’ স্লোগান। এর আগেও প্রচারে বেরিয়ে একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন অধীর। বহরমপুরে প্রচারে বেরিয়ে বিক্ষোভ দেখে মেজাজও হারান কংগ্রেস প্রার্থী। শনিবার সকালে নওদার ঘটনার পর বিকেলেই নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রদেশ নেতৃত্ব। তার পর শুরু হয় অভিযান। তাতে হাজির ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন পাল, শাদাব সিদ্দিকি, বিশ্বজিৎ দে’র মতো কংগ্রেস নেতারা। তাঁদের দাবি, মানুষ অধীরকে ভালবাসে তা দেখে গা জ্বলছে বিজেপি ও তৃণমূলের। তা থেকেই অধীরকে বার বার বিরক্ত করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। মুর্শিদাবাদ জেলায় আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতারা। আশুতোষের প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, কেন ওখানকার পুলিশ সুপার দলদাসের মতো আচরণ করছেন?
কমিশনে ঢুকতে গেলে কংগ্রেস নেতাদের আটকে দেয় পুলিশ। পরে অবশ্য পাঁচ জনকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। সিইওকে এ নিয়ে অভিযোগও জমা দিয়েছে কংগ্রেস।