Lok Sabha Election 2024

পুনর্নির্বাচনের দাবি, কমিশনে কংগ্রেস

কমিশনের আশ্বাস, বিষয়টি দেখা যাচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে অবশ্য ব্যাখ্যা, স্ক্রুটিনির সময়ে ‘কারচুপি’ সংক্রান্ত তথ্য ঠিক মতো জমা না পড়ায় পুনর্নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ০৮:৩৪
Share:

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কংগ্রেসের প্রতিনিধিরা। — নিজস্ব চিত্র।

বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভরতপুর বিধানসভা এলাকার সালার অঞ্চলের ৮টি বুথে ভোট লুট হয়েছে বলে অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল কংগ্রেস। সেই দাবির প্রেক্ষিতে যাতে ব্যবস্থা নেওয়া হয়, সে জন্য বৃহস্পতিবার ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হল প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। প্রদেশ কংগ্রেসের প্রধান মুখপাত্র সৌম্য আইচ রায়, প্রদেশ নেতা বিশ্বজিৎ দে, রোহন কুন্ডুরা এ দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাবের সঙ্গে দেখা করে ওই ৮টি বুথে পুনর্নির্বাচন এবং সালারের আইসি-র অপসারণের দাবি জানিয়েছেন। কমিশনের আশ্বাস, বিষয়টি দেখা যাচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে অবশ্য ব্যাখ্যা, স্ক্রুটিনির সময়ে ‘কারচুপি’ সংক্রান্ত তথ্য ঠিক মতো জমা না পড়ায় পুনর্নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement