উত্তর কলকাতা নিয়ে কংগ্রেস ও সিপিএমের সমন্বয় বৈঠক। — নিজস্ব চিত্র।
যে আসনে তাঁদের প্রার্থী নেই, সেখানে কংগ্রেসের জন্য বাম কর্মী-সমর্থকদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে বলে মালদহে গিয়ে বার্তা দিয়েছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। লোকসভা ভোটে এ বার আসন সমঝোতা করে লড়ছে বামফ্রন্ট ও কংগ্রেস। সেই সূত্রেই যৌথ প্রচার ও কর্মসূচির কথা বলেছেন বিমানবাবু। কলকাতা উত্তর কেন্দ্রে সেই কৌশল ঠিক করার জন্য মঙ্গলবার বৈঠক করসেন কংগ্রেস ও সিপিএমের নেতৃত্ব। কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় হয়েছে দলের প্রয়াত নেতা সোমেন মিত্রের পুরনো ঠিকানা ৪৫, আমহার্স্ট স্ট্রিটে। সেই কার্যালয়েই এ দিন বৈঠকে কংগ্রেসের তরফে ছিলেন প্রদীপ, বাদল ভট্টাচার্য, রানা রায় চৌধুরী, সুমন পাল, সুমন রায় চৌধুরী, মানস সরকারেরা। কলকাতা জেলা সিপিএমের তরফে দলের জেলা সম্পাদক কল্লোল মজুমদার, অনাদি সাহু, তরুণ বন্দ্যোপাধ্যায়, কনীনিকা ঘোষ, রূপা বাগচি, সংগ্রাম চট্টোপাধ্যায় প্রমুখ ছিলেন। বৈঠকে ঠিক হয়েছে, আগামী ৩০ মার্চ বেলেঘাটায় গান্ধী ভবনে শ্রদ্ধা জানিয়ে যৌথ প্রচার শুরু হবে। রোড-শো এবং সমাজ মাধ্যমেও প্রচারে জোর দেওয়া হবে।