তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন। —নিজস্ব চিত্র।
রামমন্দিরের উদ্বোধনের সময় বিজেপি স্লোগান তুলেছিল— ‘একহি নারা, একহি নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম’। লোকসভা ভোটের মুখে পুরুলিয়ার দেওয়ালে লেখা হচ্ছে— ‘একহি নারা, একহি নাম, শান্তিরাম, শান্তিরাম’। এই ঘটনাকে সামনে রেখে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর প্রচারে তাদের স্লোগান চুরি করা হয়েছে বলে ঘাসফুল শিবিরকে কাঠগোড়ায় তুলেছে বিজেপি।
শান্তিরামের গ্রাম পুরুলিয়া ১ ব্লকের গাড়াফুসড়তে উপস্বাস্থ্য কেন্দ্রের অদূরে দেওয়াল জুড়ে লেখা এই স্লোগান ঘিরে রামনবমীর আগে জমে উঠেছে রাজনৈতিক তরজা।
বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর কটাক্ষ, ‘‘এই স্লোগান আমরা প্রভু রামচন্দ্রকে ঘিরেই শুনতে অভ্যস্ত। ওঁর কর্মী-সমর্থকেরা বা উনি কি নিজেকে প্রভু রামের সমান ভাবছেন নাকি?’’ যদিও সে অভিযোগে আমল দিতে নারাজ তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘পূর্বপুরুষদের দেওয়া আমার নামের মধ্যে যদি ‘রাম’ শব্দ থাকে, তবে কি ওদের আপত্তিতে পাল্টে দিতে হবে?’’
বিজেপির নেতা-কর্মীদের মুখে সাধারণত ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা যায়। তবে জানুয়ারি মাসে অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার সময় ‘একহি নারা একহি নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম’ স্লোগান জনপ্রিয় হয়েছিল বলে জানাচ্ছেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রঙ্গা। বিজেপি কর্মীরা জানাচ্ছেন, পুরুলিয়া থেকে আস্থা স্পেশাল ট্রেনে সাধারণ মানুষ যখন অযোধ্যায় রামমন্দির দর্শনে গিয়েছিলেন, তখন তাঁদের মুখেও ওই স্লোগান শোনা গিয়েছিল। অযোধ্যা ফেরত ট্রেনের যাত্রীদের মারফত বিভিন্ন গ্রামেও ছড়ায় এই স্লোগান।
এখন জোড়াফুলের মাঝে গেরুয়া-সবুজে লেখা ওই স্লোগান দেখে হাসছেন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। বিজেপির জেলা সভাপতি বিবেক বলছেন, ‘‘এ আর নতুন কি! কেন্দ্রের একাধিক প্রকল্প রাজ্য সরকার নাম বদলে বেমালুম নিজের প্রকল্প বলে চালিয়েছে। প্রভু রামের নামের একটা স্লোগানও রাজ্যের শাসকদল চুরি করে দেওয়াল লিখেছে। বুঝতে পেরেছেন এখানে ভোট বৈতরণী পার হতে রামের নাম নেওয়া জরুরি। বিলম্বিত বোধোদয়।
শান্তিরাম মাহাতোর পাল্টা জবাব, ‘‘আমার নাম তো আর নাম পাল্টাতে পারব না। এখানেও যদি বিজেপি রাজনীতি খোঁজে, সেটা খুবই দুর্ভাগ্যজনক।’’ কিন্তু স্লোগান কি চুরি করা হয়েছে? জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়ার জবাব, ‘‘বিজেপি রাম নামে ভোট বৈতরণী পার হতে চাইছে। ওদের সমর্থকেরা বুথে গিয়ে ইভিএমে শান্তিরাম মাহাতোর নামে রাম শব্দটি দেখে যদি তাঁকে ভোট দিয়ে দেন, সেই ভয়েই বোধহয় বিজেপি নেতারা আতঙ্কিত।’’
তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, তৃণমূলের বিরুদ্ধে এর আগে স্লোগান চুরির অভিযোগ তুলেছিল সিপিএম। ইতিহাস হয়ে থাকা স্লোগান ‘তোমার নাম আমার নাম, ভিয়েতনাম, ভিয়েতনাম’ বদলে দিয়ে তৃণমূল আওয়াজ তুলেছিল ‘তোমার নাম আমার নাম, নন্দীগ্রাম, নন্দীগ্রাম।’ স্লোগান তৈরির মধ্যে যে সৃজনশীলতা ছিল, বর্তমানে রাজনৈতিক নেতাদের কু-কথার তোড়ে তাতেও কি ভাটা পড়েছে?