Lok Sabha Election 2024

শেষ মুহূর্তের ‘সাজেশন’ নিতে দিল্লিতে নেতারা 

২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভাল ফল করেছিল বিজেপি। রাজ্যের শাসক দল তৃণমূলকে পিছনে ফেলে দিয়ে উত্তরবঙ্গের প্রায় সব ক’টি লোকসভা আসন দখল করে নেয় বিজেপি।

Advertisement

নমিতেশ ঘোষ

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:২৫
Share:

—প্রতীকী চিত্র।

লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে যে কোনও মুহূর্তে। তার ঠিক আগে, দলের নেতাদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দেবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজ, শনিবার দিল্লির রামলীলা ময়দানে ওই সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ, জেপি নাড্ডা উপস্থিত থাকবেন। শুক্রবার বিমান যোগে কোচবিহার তথা উত্তরবঙ্গের বিজেপির এক ঝাঁক নেতৃত্ব দিল্লি পৌঁছেছেন।

Advertisement

এ দিন দিল্লিতে গিয়েছেন দলের শিলিগুড়ি ক্লাস্টারের ইনচার্জ তথা কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। তিনি বলেন, ‘‘দু’দিন ধরে সভা হবে। সেখানে সাংগঠনিক আলোচনা হবে। দলীয় নেতৃত্ব যে ভাবে নির্দেশ দেবেন, সে ভাবে আমরা এগিয়ে যাব।’’ দলীয় সূত্রে জানা গিয়েছে, শেষ মুহূর্তে দলের নেতা-কর্মীদের কী ভাবে কাজ করতে হবে, তা নিয়ে পরামর্শ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের ক্ষেত্রে আলাদা কিছু পরামর্শ দেওয়া হতে পারে। কারণ, উত্তরবঙ্গকে ‘আলাদা চোখে’ দেখছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের টিপ্পনী, ‘‘এ বার পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গ থেকে খালি হাতে ফিরতে হবে বিজেপিকে। তা বিজেপি নেতৃত্ব ইতিমধ্যে বুঝে গিয়েছেন। তাই কোনও বৈঠক কাজ করবে না।’’

দলীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লির ওই বৈঠকে দলের উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ নেতাদের ডাকা হয়েছে। তার মধ্যে জ়োনের দায়িত্বপ্রাপ্ত নেতা থেকে শুরু করে দলের সমস্ত বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি, লোকসভা ইনচার্জ এবং জেলা পরিষদের সভাধিপতি (যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে),
পঞ্চায়েত সমিতির সভাপতিদের (বিজেপির দখলে যেগুলি রয়েছে) ডাকা হয়েছে। দলীয় সূত্রেই জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে বিজেপির প্রায় সমস্ত বিধায়ক ও সাংসদ ওই বৈঠকে যোগ দিয়েছেন।

Advertisement

২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভাল ফল করেছিল বিজেপি। রাজ্যের শাসক দল তৃণমূলকে পিছনে ফেলে দিয়ে উত্তরবঙ্গের প্রায় সব ক’টি লোকসভা আসন দখল করে নেয় বিজেপি। কিন্তু তার পরেই ২০২১ সালের লোকসভা নির্বাচনে অনেকটাই ঘুরে দাঁড়াতে সমর্থ হয় রাজ্যের শাসক দল। মালদহ, দুই দিনাজপুর থেকে শুরু করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে লোকসভা ভোটের নিরিখে নিজেদের ভোট বাড়াতে সমর্থ হয় তৃণমূল। পঞ্চায়েত ভোটে বিজেপি উত্তরবঙ্গে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে। এই পরিস্থিতিতে তৃণমূলকে বেকায়দায় ফেলে কোন পথে শেষ মুহূর্তে এগোতে হবে, তা নিয়েই ‘লাস্ট মিনিট সাজেশন’ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement