Lok Sabha Election 2024

গানে গানে প্রতিপক্ষকে বিঁধলেন হিরণ

ধবার ঘাটাল লোকসভা কেন্দ্রের পিংলা বিধানসভায় প্রচারে এসে এভাবেই গানে-গানে গৃহ সম্পর্ক অভিযান চালালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আর সেই গান অবশ্যই প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী দেবকে বিঁধেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৪ ০৮:৪৯
Share:

পিংলার জামনা গ্রামে প্রচারে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।

একাধিক অডিয়ো ক্লিপ ঘিরে বিতর্কে প্রতিদ্বন্দ্বীকে বিঁধছেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণার পরেও এখনও প্রচারে দেখা যায়নি তাঁর প্রতিন্দ্বন্দ্বী তৃণমূল প্রার্থীকে। যদিও বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগে-পরে তিনি রয়েছেন এলাকায় জনসংযোগে। ঘুরছেন গ্রামে-গ্রামে। এ বার প্রতিদ্বন্দ্বী দেবকে খোঁচা দিতে গান ধরলেন অভিনেতা বিজেপি প্রার্থী। পায়ে-পায়ে গ্রাম ঘুরে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গাইলেন বাংলা ব্যান্ড ‘ভূমি’র গান ‘তোমার দেখা নাই’!

Advertisement

বুধবার ঘাটাল লোকসভা কেন্দ্রের পিংলা বিধানসভায় প্রচারে এসে এভাবেই গানে-গানে গৃহ সম্পর্ক অভিযান চালালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আর সেই গান অবশ্যই প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী দেবকে বিঁধেই। যেখানে এলাকায় ঘাটালের সাংসদ দেব আসেন না দাবি করে বাংলা ব্যান্ড ‘ভূমি’র গান ‘বারান্দায় রোদ্দুর’ সুরে গাইতে দেখা যায় হিরণকে। এক নয় একাধিকবার সেই গান ধরতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। গত কয়েক মাস ধরেই ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় জনসংযোগে দেখা যাচ্ছিল হিরণকে। তবে এ বার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকাতে হিরণের নাম ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ঘোষণা হতেই নিয়মিত জনসংযোগের নানা কর্মসূচিতে দেখা যাচ্ছে খড়্গপুরের তারকা বিধায়ক হিরণকে। এত দিন তারকা সাংসদ দেবের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যাচ্ছিল। একাধিক বিতর্কিত অডিয়ো ক্লিপ নিয়ে দেবকে খোঁচাও দিতে দেখা যাচ্ছিল তাঁকে। তবে তৃণমূলের ব্রিগেড থেকে ফের ঘাটালের প্রার্থী হিসাবে দেবের নাম ঘোষণা হতেই প্রচারে ঝাঁঝ বাড়িয়েছেন হিরণ। এ বার প্রচারে বেরিয়ে দেবকে কটাক্ষ করতে ধরলেন গানও। এ দিন পিংলায় গৃহসম্পর্ক অভিযানে এসে পায়ে-পায়ে গ্রামে ঘোরার সময়ে সংবাদমাধ্যমের সামনে গ্রামবাসীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে হিরণ বলেন, “সাংসদ লোকসভায় গিয়ে দেড় মিনিটের স্ক্রিপটেড বাংলায় ডায়ালগ বলেন ঘাটাল আমার মনে রয়েছে, হৃদয়ে আছেন, স্বপ্নে রয়েছে, ঘাটালে আমি খাই, ঘুমাই। কারণ উনি পুরো ঘাটালটাই ফেসবুক-টুইটারে চালান। এখানে কখনও দেবকে দেখতে পেয়েছেন? দেব এখানে কখনও এসেছেন?” গ্রামবাসীরা জবাবে বলেন, “না।” এর পরেই হিরণ বলেন, “ওঁর জন্য যে গান বানানো হয়েছে” সুরে হিরণ গেয়ে ওঠেন, “বারান্দায় রোদ্দুর, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই…”

এ দিন হিরণ পিংলার জামনায় পৌঁছে একটি হনুমান মন্দিরে প্রণাম করে চলে যান চণ্ডী মন্দিরে। সেখানে পুজো দিয়ে যান চণ্ডী মন্দির পাড়ায় গৃহ সম্পর্ক অভিযানে। এ দিন জামনার বিভিন্ন পাড়ায় চলার পথে পৌঁছন জামনা সাব হেলথ সেন্টারে। সেখানে হিরণকে দেখে ছুটে আসেন আশাকর্মীরা। ছবি তোলেন হিরণের সঙ্গে। হিরণের সঙ্গেই থাকা বিজেপির জেলা সহ-সভাপতি অমূল্য মাইতি বলেন, “২০১৪সালে তৃণমূলে থাকাকালীন আমিই দেবকে নিয়ে পিংলা, সবংয়ে ঘুরিয়েছিলাম। তখন একদিনের বেশি সময় দিতে পারেননি দেব। গ্রামের এত ভিতরে সত্যিই হিরণের মতো বাড়ি-বাড়ি ঘোরেননি দেব। আজও মানুষ দেবকে পায় না। হিরণ সেখানে অনেকটাই এগিয়ে গিয়েছেন।” হিরণের কটাক্ষ সম্পর্কে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুতাইত বলেন, “দেব সাংসদে বাংলায় বক্তৃতা করে ঘাটালের জল যন্ত্রণা তুলে ধরেন। ঘাটালে বন্যা হয়ে ছুটে আসেন। করোনায় ছুটে আসেন। সারা বছর মানুষের সাথে থাকা দেবের আলাদা করে প্রচারের প্রয়োজন নেই। আর যাঁদের সারা বছর মানুষের পাশে পাওয়া যায়না সেই বিজেপি নেতা-প্রার্থীরা স্বাভাবিকভাবে লোকসভা ভোটের সময়ে বসন্তের কোকিল হয়ে গান শোনাবেন। ”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement