Dev

‘কেশপুরে ১০ দিনের মধ্যে খুন’ নিয়ে দেবের মন্তব্যে কর্মীরা ভীত-সন্ত্রস্ত! থানায় অভিযোগ জানাল বিজেপি

ঘাটালে ভোট ২৫ মে। তার আগে ১০ থেকে ২০ মে-র মধ্যে কেশপুরে এক জন খুন হবেন বলে আশঙ্কা করেছেন দেব। তাঁর বিরুদ্ধে এ বার থানায় অভিযোগ জানাল বিজেপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কেশপুর শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ১৮:৪৯
Share:

দেবের বিরুদ্ধে থানায় বিজেপি। —ফাইল চিত্র।

কেশপুরে ১০ দিনের মধ্যে বিজেপির লোক খুন হতে পারেন আশঙ্কা প্রকাশ করেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তাঁর বিরুদ্ধে এ বার থানায় অভিযোগ জানাল বিজেপি। কেশপুরের আনন্দপুর থানায় সেই অভিযোগ জমা পড়েছে। পুলিশ সূত্রে খবর, বিজেপির অভিযোগ এখনও এফআইআর হিসাবে গ্রহণ করা হয়নি।

Advertisement

ঘাটালে ভোট ২৫ মে। তার আগে ১০ থেকে ২০ মে-র মধ্যে কেশপুরে এক জন খুন হবেন বলে আশঙ্কা করেছেন দেব। তাঁর দাবি, তাঁর কাছে খবর এসেছে, বিজেপি লোকেরা কেশপুরে এক দলীয় কর্মীকে খুন করে তার দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিতে পারে ভোটের মুখে রাজনৈতিক ফয়দা তোলার জন্য। দেবের এই মন্তব্যের বিরুদ্ধে কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ থানায় অভিযোগ করেছেন। অভিযোগপত্রে তাঁর বক্তব্য, ভোটের গুজব ছড়িয়ে বিজেপি নেতা-কর্মীদের ভয় দেখাতে চাইছেন তৃণমূল প্রার্থী। দেবের মন্তব্যে বিজেপি কর্মীরা এতই ভীত-সন্ত্রস্ত যে, তাঁরা ঘর থেকে বাইরেও বেরোতে পারছেন না প্রাণের ভয়ে। বিজেপির দাবি, কেশপুরে সুষ্ঠু ভাবে ভোট পরিচালনার জন্য অবিলম্বে এর তদন্ত হওয়া প্রয়োজন। যাতে এলাকায় আইনশৃঙ্খলা ঠিক থাকে।

তন্ময় বলেন, ‘‘তৃণমূল প্রার্থী দেব অশালীন মন্তব্য করেছেন। বিজেপি তার নিজের লোককে মেরে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে পারে বলে যে মন্তব্য করেছেন উনি, এর তীব্র নিন্দা করছি। ভোটের আবহে উনি অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছেন কেশপুরে। মানুষ তৃণমূলের সঙ্গে নেই।’’ পাল্টা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত বলেন, ‘‘গণতান্ত্রিক দেশে যে কেউ অভিযোগ জানাতেই পারে। জনগণকে সাবধান ও সজাগ থাকার জন্য প্রার্থীও আশঙ্কা প্রকাশ করতেই পারেন। এটা নিয়ে বিজেপি রাজনৈতিক ফয়দা তোলার জন্য ময়দানে নেমেছে।’’

Advertisement

মঙ্গলবার কেশপুরে দেব দাবি করেছেন, ‘‘আমাদের কাছে খবর এসেছে, বিজেপির প্রার্থী, তাঁর দল ঘাটাল লোকসভা জেতার জন্য উঠেপড়ে লেগেছে। কেশপুরে তারা কোনও একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে, তার দোষটা আমাদের লোকেদের দিয়ে, একটা অশান্তি সৃষ্টি করে, সেটাকে নিয়েই ভোট করানোর চেষ্টা করবে। ১০ থেকে ২০ তারিখের (মে-র) মধ্যেই একটা কিছু ঘটাবে ওরা।’’ প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন বলে বুধবার সিউড়ি প্রচারে গিয়ে জানান দেব। তিনি বলেছেন, ‘‘১০ বছর ধরে ওই এলাকার মানুষকে যতটা শান্তি-শৃঙ্খলার মধ্যে আমরা রেখেছি, তা বিজেপি প্রার্থীর পছন্দ হচ্ছে না। সেই কারণে তিনি যে কোনও কাজ করতে পারেন।’’

দেবের মন্তব্যের প্রেক্ষিতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে, তাঁরা এফআইআর করবেন এর বিরুদ্ধে। তাঁর দাবি, দেবই আসলে খুনের পরিকল্পনা করছেন। হিরণের কথায়, ‘‘আমাদের এক কর্মীকে সাংসদ দীপক অধিকারী খুন করার পরিকল্পনা করেছেন, নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা দিতে হবে। উনি যে খুন করার পরিকল্পনা করেছেন, তার জন্য ওঁকে দ্রুত গ্রেফতারও করতে হবে। এই আর্জি আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement