চোখে ব্যান্ডেজ নিয়েই প্রচারে বাঁশুরী স্বরাজ। — ছবি: সংগৃহীত।
ভোটপ্রচারে বেরিয়ে চোট পেলেন নয়াদিল্লি লোকসভা আসনের বিজেপি প্রার্থী বাঁশুরী স্বরাজ। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের কন্যার চোখে আঘাত লেগেছে। এ খবর নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন বাঁশুরী। তবে, চোট গুরুতর নয় বলেও জানিয়েছেন পেশায় আইনজীবী বাঁশুরী।
নয়াদিল্লি আসন থেকে এ বার লোকসভা ভোটে পদ্মপ্রতীকে লড়াই করছেন বাঁশুরী। সুষমা-কন্যাকে ঘিরে উৎসাহও রয়েছে এলাকার কর্মী-সমর্থকদের মধ্যে। মঙ্গলবার তিনি প্রচার করছিলেন। তখনই চোখে চোট লাগে তাঁর। সমাজমাধ্যমে বাঁশুরী লিখেছেন, ‘‘আজ প্রচার করার সময় আমার চোখে সামান্য আঘাত লাগে। মোতিনগরের চিকিৎসক নীরজ বর্মাকে ধন্যবাদ, যত্ন নিয়ে আমার চিকিৎসা করার জন্য তাঁকে ধন্যবাদ।’’
তবে, চোখে আঘাত পাওয়ার পরেও প্রচার থামাননি বাঁশুরী। চিকিৎসা করিয়ে ফিরে এসে আবার শুরু করেন জনসংযোগ। নবরাত্রির আগের দিন নয়াদিল্লি লোকসভার অন্তর্গত রমেশ নগরের সনাতন ধর্ম মন্দিরে আয়োজিত ‘মাতা কি চৌকি’ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন। পরে দুর্গা বন্দনাও করতে দেখা যায় বাঁশুরীকে। তবে, তাঁর চোখে ব্যান্ডেজ রয়েছে।
নয়াদিল্লি লোকসভার বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখিকে এ বার আর টিকিট দেয়নি বিজেপি। তাঁর জায়গায় রাজনীতিতে অভিষেক হতে চলেছে বাঁশুরীর। প্রসঙ্গত, এ বার দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে ছ’টি আসনেই নতুন প্রার্থী দিয়েছে বিজেপি। বাঁশুরী তাঁদের মধ্যে অন্যতম।