বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুর করার অভিযোগ বনগাঁয়। — নিজস্ব চিত্র।
ভোটের আগে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বনগাঁ। বনগাঁ পুরসভার পূর্ব পাড়ায় বিজেপির অস্থায়ী শিবির ভাঙচুর এবং দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কাউন্সিলর। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
বৃহস্পতিবার পূর্ব পাড়ার হাজারিলাল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি সভা করার কথা ছিল বিজেপির। অভিযোগ, সভার জন্য ওই মাঠে বিজেপি যে অস্থায়ী শিবির তৈরি করেছিল, তাতে ভাঙচুর চালানো হয়। আশপাশ থেকে বিজেপির পতাকা, ব্যানার, ফেস্টুন তুলে ফেলে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চিরঞ্জিৎ বিশ্বাস দলবল নিয়ে এই কাণ্ড করেছেন। বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘুরে গিয়েছে অকুস্থল।
বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলার চিরঞ্জিৎ। জানিয়েছেন, তৃণমূল ভাঙচুরের সংস্কৃতিতে বিশ্বাস করে না। তাঁর কথায়, ‘‘সরকারি জায়গায় সভা করা হচ্ছিল। তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পতাকা খুলে নেওয়া হতে পারে। আমাদের বিরুদ্ধে পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছ। এ সব করে বিজেপি প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে।’’