Arunachal Pradesh Assembly Election 2024

ভোটের আগেই অরুণাচল বিধানসভায় নির্বাচিত মুখ্যমন্ত্রী খান্ডু, সঙ্গে আরও চার বিজেপি প্রার্থীও

বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-সহ পাঁচ জন বিজেপি প্রার্থীর আসনে অন্য কোনও প্রার্থী মনোনয়ন জমা দেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১২:২৬
Share:

অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। — ফাইল চিত্র।

ভোটের আগেই অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-সহ পাঁচ জন বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধায়ক হিসাবে নির্বাচিত হতে চলেছেন। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে অন্য কোনও প্রার্থী তাঁদের বিধানসভা আসন থেকে মনোনয়ন জমা দেননি। তাই তাঁদের নির্বাচন কার্যত নিশ্চিত।

Advertisement

লোকসভা নির্বাচনের সঙ্গেই ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশে বিধানসভা ভোট হবে। উত্তর-পূর্বের দুই রাজ্য, অরুণাচল এবং সিকিমে ভোটগ্রহণ আগামী ১৯ এপ্রিল। তবে লোকসভার ভোটগণনা ৪ জুন হলেও অরুণাচল এবং সিকিমে হবে ২ এপ্রিল।

অরুণাচল বিধানসভার ৬০টি আসনের মধ্যে ২০১৯ সালে বিজেপি জিতেছিল ৪১টিতে। পরবর্তী সময়ে এনপিপির ছ’জন এবং কংগ্রেসের তিন বিধায়ক ‘পদ্ম’ শিবিরে যোগ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী পেমা এ বারও তাঁর পুরনো কেন্দ্র, তাওয়াং জেলার মুক্তো থেকেই প্রার্থী হয়েছেন। সে রাজ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ মার্চ।

Advertisement

পেমা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘‘পাঁচটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। আমরা আশা করি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আরও কয়েকটি আসনেও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement