কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে বৈঠকী আড্ডায় সংস্কৃতি জগৎ ও অন্য ক্ষেত্রের প্রতিনিধিরা। — নিজস্ব চিত্র।
ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করে বিভাজনের রাজনীতি রোখার ডাক দিলেন সংস্কৃতিকর্মীদের একাংশ। লোকসভা ভোটের মধ্যেই কলকাতা উত্তরের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের আহ্বানে ‘আগামীর পদক্ষেপ’ বলে আয়োজিত একটি সংগঠনের ‘বৈঠকী আড্ডা’য় শনিবার যোগ দিয়েছিলেন শহরের সংস্কৃতি জগতের নানা ক্ষেত্রের ব্যক্তিত্বেরা। প্রদীপ তাঁর বক্তব্যে সুশীল সমাজকে ধর্মনিরপেক্ষতার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। আয়োজনে অন্যদের মধ্যে যোগ দিয়েছিলেন অভিনেতা বিমল চক্রবর্তী, বাদশা মৈত্র, প্রাক্তন বিধায়ক সুখবিলাশ শর্মা, আইনজীবী ফিরদৌস শামিম, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ তনভীর নাসরিন প্রমুখ। তাঁরা প্রত্যেকেই মূলত সাংস্কৃতিক আগ্রাসন ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই ‘সমকালীন সাহিত্যে রাজনীতির প্রভাব’ শীর্ষক আলোচনার সূত্র বেঁধে দেন সিপিএম নেতা সংগ্রাম চট্টোপাধ্যায়, প্রদেশ কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরীরা।