Cash Seized

চার কোটি টাকা বাজেয়াপ্ত চেন্নাইয়ের স্টেশনে, ধৃত এক বিজেপি কর্মী-সহ তিন

পুলিশ সূত্রে খবর, এক বিজেপি কর্মী-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ওই বিজেপি কর্মীর নাম সতীশ। তাঁর নিজের হোটেলের ব্যবসা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ০৯:৫৬
Share:

বাজেয়াপ্ত হওয়া সেই টাকা। ছবি: এক্স।

কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে চেন্নাইয়ের তাম্বরম রেলস্টেশন থেকে। পুলিশ সূত্রে খবর, ছ’টি ব্যাগে ভরে সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও স্পষ্ট হয়নি। তবে ভোটের মুখে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে নির্বাচনে এই টাকা ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল? সে সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে এই ঘটনায় এক বিজেপি কর্মী গ্রেফতার হওয়ায়। পুলিশ সূত্রে খবর, এক বিজেপি কর্মী-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ওই বিজেপি কর্মীর নাম সতীশ। তাঁর নিজের হোটেলের ব্যবসা। সতীশ ছাড়াও তাঁর ভাই নবীন এবং তাঁদের গাড়িচালককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

সূত্রের খবর, সতীশের সঙ্গে তিরুনেলভেলির বিজেপি প্রার্থী নৈয়িনার নাগেন্দ্রনের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে। আর সেই সূত্র ধরেই পুলিশ তদন্ত করছে, উদ্ধার হওয়া টাকা কি ভোটের কাজেই নিয়ে যাওয়া হচ্ছিল? যদিও রাজ্য বিজেপির তরফে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় ৩৯টি আসনে ভোট তামিলনাড়ুতে। এক দফাতেই ভোট হবে এই রাজ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement