সারদা রিয়েলটি মামলায় ধৃত সদানন্দ গগৈ-কে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিলেন আলিপুর আদালতের বিচারক মণিকুন্তলা রায়। ওই মামলায় গ্রেফতার হওয়া সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, কুণাল ঘোষ, মনোজ নাগেল, অরবিন্দ সিংহ চৌহান এবং সোমনাথ দত্তকে শনিবার জামিনও দিয়েছেন বিচারক।
ধৃতদের আইনজীবীরা এ দিন আদালতে জানান, গ্রেফতারের পর থেকে এ দিন পর্যন্ত ৯০ দিন পেরিয়েছে। এই সময়ের মধ্যে সিবিআই ধৃতদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি। সেই কারণে ওই ছ’জনের জামিনের আবেদন জানান আইনজীবীরা। বিচারক প্রত্যেককে ২০ হাজার টাকার জামিনে মুক্তি দেন। তবে, জামিনের ক্ষেত্রে শর্ত আরোপ করেন বিচারক। তা হল, ধৃতেরা দেশের বাইরে যেতে পারবেন না, তদন্তের স্বার্থে সিবিআই ডাকলেই তাঁদের হাজিরা দিতে যেতে হবে।
এ দিন সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, সারদা গোষ্ঠীর টাকা অসমে কী ভাবে, কাদের কাছে সরানো হয়েছে তা জানার জন্য অভিযুক্ত সদানন্দ গগৈ-কে নিজেদের হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন রয়েছে। সদানন্দের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেলকে পেশাগত ভাবে সারদা গোষ্ঠী কাজে লাগিয়েছিল। বিনিময়ে টাকা নেন তিনি। পেশাগত কারণে টাকা নিয়ে তিনি কোনও অন্যায় করেননি।