শনিবার কলকাতায় এসে মমতা-সরকারকে তুলোধনা করলেন কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি। সারদা-কাণ্ডে তদন্তের ভার কেন সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছে না রাজ্য এই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী কোনও কিছু লুকাতে চাইছেন বলেই সিবিআইকে দিয়ে তদন্ত করাতে রাজি হচ্ছেন না।” এ দিন সারদা-কাণ্ড নিয়ে দিল্লিতে মুখ খুলেছেন পি চিদম্বরমও।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে পাশে বসিয়ে সারদা-কাণ্ডকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অভিষেক। তাঁর অভিযোগ, “স্বচ্ছতার মুখোশ পরে আছে তৃণমূল। দুর্নীতি রোধে ব্যবস্থা নেওয়া হয়নি।” তৃণমূলের বিরুদ্ধে তাঁর কটাক্ষ, “টিএমসি মানে কী? ‘তৃণমূল মডেল চিট’। তৃণমূল তো প্রতারণার মডেল হয়ে গিয়েছে।” কেন তিনি তৃণমূলের নাম পরিবর্তন করেছেন তার ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, “সারদার সঙ্গে তৃণমূলের কয়েক জন নেতা, এমনকী ভোটের প্রার্থীও রয়েছেন। কিন্তু তৃণমূল নেতৃত্ব হাজার হাজার ক্ষতিগ্রস্তদের না বাঁচিয়ে, যারা টাকা সরিয়েছে তাদের রক্ষা করতে এগিয়ে এসেছে।” তিনি স্পষ্ট জানিয়ে দেন, সারদা কাণ্ডের তদন্ত রাজ্যের পুলিশ দিয়ে হবে না। সিবিআইয়ের মতো সংস্থাকে দিয়েই করাতে হবে।
এর পরেই রাজ্যের অর্থমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র অমিত মিত্র এবং রাজ্যসভায় দলের মুখ্যসচেতক ডেরেক ও’ব্রায়েন পাল্টা অভিযোগ তোলেন। এ দিন অমিতবাবু বলেন, “এক জন (চিদম্বরম) ইডি পাঠাচ্ছেন, অন্য জন (মনু সিংভি) সিবিআই তদন্তের কথা বলছেন। কিন্তু সিবিআইয়ের হাতে ২৩০০ মামলার কোনও কিনারা হয়নি।”
তৃণমূলকে প্রতারণার মডেল বলায় অমিতবাবু পাল্টা কটাক্ষ করে বলেন, “এ তো ভূতের মুখে রাম নাম! ওঁদের পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আইএনসি। মানুষ এখন বলছে ইন্ডিয়ান ন্যাশনাল করাপশান পার্টি।”