সিবিআই হেফাজতে সুদীপ্ত, দেবযানী, কুণাল

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৪ ১৮:১৬
Share:

সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা-কাণ্ডের তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সিবিআই। সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সারদা-কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেন-সহ ছ’জনকে তাদের হেফাজতে নিল। আলিপুর আদালত এ দিন নির্দেশ দিয়েছে, অভিযুক্তদের আগামী ২৩ জুন পর্যন্ত সিবিআইয়ের হেফাজতে থাকতে হবে। এক বছরেরও বেশি রাজ্যের বিভিন্ন আদালতে ওই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলেছে। আদালতের নির্দেশে সিবিআই অবশেষে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার সুযোগ পেল।

Advertisement

সারদা-কর্তা সুদীপ্ত সেন, সারদা গোষ্ঠীর অন্যতম ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়, সোমনাথ দত্ত, মনোজ নাগেল, অরবিন্দ চহ্বান এবং তৃণমূল সাংসদ তথা সারদার মিডিয়া গোষ্ঠীর কর্তা কুণাল ঘোষের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ করেছে সিবিআই। আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের কাছে ষড়যন্ত্র, প্রতারণা, বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে এফআইআর-ও দায়ের করেছে তদন্তকারী সংস্থাটি। সিবিআইয়ের হেফাজতে যেতে অরাজি ছিলেন না খোদ সুদীপ্ত সেন এবং কুণাল ঘোষ। সেই কারণে এ দিন তাঁরা আইনজীবী মারফত জামিনের আবেদনও জানাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement