মুর্শিদাবাদের দুই প্রান্তে দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের, আহতের সংখ্যা ছয়। রবিবার রেজিনগরে প্রথম দুর্ঘটনায় মারা যান এক জন হোমগার্ড। এ দিনই কালিগঞ্জে দ্বিতীয় দুর্ঘটনায় আহত হয়েছেন ছয় ব্যক্তি।
রবিবার রেজিনগর থানায় কাজে যোগ দিতে সাইকেল করে আসছিলেন জাহেদ আলি (৫৭)। পথে জয়নগরের কাছে রেজিনগর মোড়ে একটি লরির সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বেলডাঙা ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মারা যান তিনি। বহরমপুর মর্গে তাঁর ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। লরি-সমেত চালককে আটক করা হয়েছে।
অন্য দুর্ঘটনায়, কালিগঞ্জ থানার পানিঘাটায় গুরুতর জখম হলেন ছয় জন ব্যক্তি। ইদের উত্সবে যোগ দেওয়ার জন্য কলকাতা থেকে একটি বোলেরো গাড়ি ভাড়া করে নিজেদের বাড়ি ফিরছিলেন চালক-সহ মুর্শিদাবাদের আট গ্রামবাসী। ৩৪ নম্বর জাতীয় সড়কে পানিঘাটা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়ানো একটি লরিকে ধাক্কা মারে বোলেরো গাড়িটি। এর ফলে গুরুতর জখম হন চালক-সহ ছয় জন। পুলিশ জানায়, আহতরা হলেন আশিফুল ইসলাম, কলিম শেখ, নায়ের শেখ, আদেদুল শেখ, শকিকুর শেখ। আহতদের মধ্যে পাঁচ জনের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা এলাকার পাহাড়পুরে। গাড়ির চালক জখম শিবু বর্ধনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।