ভুটান পার্লামেন্টের যৌথ অধিবেশনে মোদীর ভাষণ। ছবি: পিটিআই।
‘বি ফর বি’ অর্থাত্ ভারত ফর ভুটান এবং ভুটান ফর ভারত তত্ত্বকে সামনে রেখেই সোমবার ভুটানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সূত্র ধরেই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে তাঁর সরকার যে আগ্রহী ফের এ দিনের বক্তৃতায় তা স্পষ্ট করলেন মোদী । পাশাপাশি ভারতের মতো সমৃদ্ধশালী ও শক্তিধর দেশ সার্কগোষ্ঠীভুক্ত দেশগুলির পাশে থাকলে আখেরে যে প্রত্যকের লাভ হবে সে বার্তাও দিলেন তিনি। ইউপিএ সরকারের আমলে ভারত-ভুটান চুক্তি বাতিল না করে বরং তা এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে ইঙ্গিত দিয়ে মোদী বলেন, “প্রতিবেশী রাষ্ট্রগুলির প্রতি তার দায়িত্ব সম্পর্কে ভারত সব সময়েই সচেতন। সরকার পরিবর্তন হতে পারে কিন্তু তাতে বন্ধুত্বের সম্পর্কে কোনও আঁচ পড়বে না।” ভুটানের প্রাক্তন রাজাকে উদ্ধৃত করে তিনি আরও বলেন, “ভারত-ভুটান সম্পর্ক দুধ ও জলের মতো।”
খুব অল্প সময়ের ব্যবধানে রাজতন্ত্রের পাট চুকিয়ে গণতন্ত্রের পথ বেছে নিয়ে ভুটান যে প্রশাসনিক ভাবে পরিণত হয়ে উঠেছে তারও প্রশংসা করেন মোদী। এ দিনের যৌথ অধিবেশনের পর দু’দেশের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন।