প্যারোলে ছাড়া পেলেন ছত্রধর

বাবার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য প্যারোলে ছাড়াপাচ্ছেন জনগণের কমিটির জেলবন্দি নেতা ছত্রধর মাহাতো। আদালতের নির্দেশ পেয়ে শনিবার বিকেলে ঝাড়গ্রাম জেলা পুলিশের একটি দল আলিপুর সেন্ট্রাল জেলের উদ্দেশে রওয়া দেয় ছত্রধরকে আনতে। এখন সেখানেই বন্দি আছেন জনগণের কমিটির এই নেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৫ ২১:১১
Share:

ছত্রধর মাহাতো। —ফাইল চিত্র।

বাবার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য প্যারোলে ছাড়াপাচ্ছেন জনগণের কমিটির জেলবন্দি নেতা ছত্রধর মাহাতো। আদালতের নির্দেশ পেয়ে শনিবার বিকেলে ঝাড়গ্রাম জেলা পুলিশের একটি দল আলিপুর সেন্ট্রাল জেলের উদ্দেশে রওয়া দেয় ছত্রধরকে আনতে। এখন সেখানেই বন্দি আছেন জনগণের কমিটির এই নেতা।

Advertisement

শুক্রবার রাতে লালগড়ের আমলিয়া গ্রামের বাড়িতে মারা গিয়েছেন ছত্রধরের বাবা আশুতোষ মাহাতো (৮০)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বাবার শেষকৃত্যে বড় ছেলে ছত্রধর যাতে যোগ দিতে পারেন, সে জন্য শনিবার ঝাড়গ্রামের দ্বিতীয় এসিজেএম আদালতে প্যারোলের আবেদন করেন তাঁর আইনজীবী কৌশিক সিংহ। ঝাড়গ্রামের দ্বিতীয় এসিজেএম আদালতের ভারপ্রাপ্ত বিচারক অয়ন মজুমদার সেই আবেদন মঞ্জুর করেন। ছত্রধর আমলিয়া গ্রামে পৌঁছনোর পরে এলাকায় নজরদারির চালানোর জন্যও লালগড় থানার আইসিকে নির্দেশ দিয়েছে আদালত। এর আগে ২০১১ সালের মার্চে মেজ ভাই মাওবাদী শীর্ষ নেতা শশধর মাহাতোর শেষকৃত্য ও শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্যারোলে তিন বার ছাড়া পেয়েছিলেন ছত্রধর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement