চোলাই মদের ঠেক ভাঙার মাশুল গুনলেন চা ব্যবসায়ী

চোলাই মদের ঠেক ভেঙে দেওয়ায় স্থানীয় এক চা ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে ভাঙড়ের ধোগালি খালধারের কাঠ ব্রিজের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

south 24 paraganas শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১৮
Share:

চোলাই মদের ঠেক ভেঙে দেওয়ায় স্থানীয় এক চা ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে ভাঙড়ের ধোগালি খালধারের কাঠ ব্রিজের কাছে। ঘটনায় জিয়ারুল মোল্লা-সহ কয়েক জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী রব্বানি মল্লিক।

Advertisement

কী হয়েছিল এ দিন?

পুলিশের কাছে অভিযোগে ওই ব্যবসায়ী জানিয়েছেন, এ দিন সকালে জিয়ারুল-সহ কয়েক জন তাঁর দোকানে চড়াও হয়। তাঁর দোকান ভাঙচুর করে। অভিযোগ, অভিযুক্তেরা প্রত্যেকেই স্থানীয় তৃণমূল নেতা নান্নু হোসেনের অনুগামী। যদিও অভিযোগ অস্বীকার করে নান্নু হোসেন বলেন, "এই ঘটনার সঙ্গে আমি কোনও ভাবেই জড়িত নয়। আমার বদনাম করা হচ্ছে।"

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, অভিযুক্ত জিয়ারুল এলাকায় একটি চোলাইয়ের ঠেক চালাত। দিন কয়েক আগে স্থানীয়েরা তার চোলাইয়ের দোকান ঘিরে বিক্ষোভ দেখান। দোকান ভাঙচুর করা হয়। রব্বানির নেতৃত্বেই এই বিক্ষোভ এবং ভাঙচুর চলেছিল। সে কারণেই শনিবার জিয়ারুল কয়েক জন সঙ্গীকে নিয়ে তাঁর দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement