ছবি: রয়টার্স।
আপাতত কেরিয়ার স্ল্যাম অধরাই থাকল জোকারের। ফাইনালে তাঁকে হারিয়ে নিজের প্রথম ফরাসি ওপেন জয় করলেন স্ট্যানিস্লাস ওয়ারিঙ্কা। সেই সঙ্গে ছেদ পড়ল বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচের টানা ২৮ ম্যাচের উইনিং রেকর্ডে। চার সেটের ম্যাচে টুর্নামেন্টের অষ্টম বাছাই ওয়ারিঙ্কা জিতলেন ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪।
লাল সুরকির কোর্টে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে ৩০ বছরের সুইস খেলোয়াড় নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম খেতাব জিতলেন। গত বছরেই অস্ট্রেলীয় ওপেন জিতেছিলেন তিনি। রবিরার ফাইনালে নামার আগে থেকেই খেতাব জেতায় ফেভারিট ছিলেন ২৮ বছরের সার্বিয়ান জকোভিচ। খেতাবি লড়াইয়ের আগে রাফায়েল নাদাল এবং সেমিফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে নিজের দুর্দান্ত ফর্মের আভাসও দিয়েছিলেন তিনি। কিন্তু এ দিনের ম্যাচে ওয়ারিঙ্কার আক্রমণাত্মক খেলার কাছে কার্যত দাঁড়াতেই পারেননি জোকার। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে গত চারটি সাক্ষাতে জোকার-ওয়ারিঙ্কা ম্যাচ গড়িয়েছিল পাঁচ সেটে। এ দিন চার সেটে ম্যাচের ফয়সালা হলেও এর গুণগত মান পড়েননি কখনও। জোকারের জমাটি রক্ষণ ভাঙতে গোটা ম্যাচে ৬০টি উইনার্স মারেন স্ট্যান-ম্যান।
ফরাসি ওপেনের ট্রফি হাতে স্ট্যান-ম্যান বলেন, “কোর্টে অসাধারণ পরিবেশ তৈরি হয়েছিল।” তাঁর স্বীকারক্তি, “আগে কখনও এ রকম আবেগমথিত হয়ে পড়িনি।”