নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী সূর্যবাহাদুর থাপা প্রয়াত

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর থাপা মারা গেলেন। বুধবার রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বেশ কিছু দিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর ছেলে সুনীলকুমার থাপা বর্তমানে নেপাল সরকারের বাণিজ্যমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৫ ১৯:২৬
Share:

সূর্যবাহাদুর থাপা

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী সূর্যবাহাদুর থাপা মারা গেলেন। বুধবার রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বেশ কিছু দিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর ছেলে সুনীলকুমার থাপা বর্তমানে নেপাল সরকারের বাণিজ্যমন্ত্রী। তাঁর এক পুত্র ও তিন কন্যা বর্তমান। ১৯৯০ সাল পর্যন্ত তিন বার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন সূর্যবাহাদুর। ১৯৯০ সালে নেপালে প্রজাতন্ত্রের প্রবর্তন হলে তিনি রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি প্রতিষ্ঠা করেন। শুক্রবার কাঠমান্ডুতে তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হবে। সূর্যবাহাদুর থাপার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement