সারা রাত ধরে দুর্গাপুরে হামলা চালাল একটি দলছুট দাঁতাল। মঙ্গলবার, রাত সাড়ে বারোটা নাগাদ জাতীয় সড়ক পেরিয়ে হাতিটি শহরে ঢোকে বলে খবর।
প্রথমে হাতিটি একটি বেসরকারি কারখানার আবাসন লাগোয়া সীমানা পাঁচিল ভেঙে দেয়। স্থানীয় বাসিন্দারা দেরি না করে তত্ক্ষণাত্ দুর্গাপুর বন দফতরে খবর পাঠান। কিন্তু বন দফতরের কর্মীরা এসে পৌঁছনোর আগে তার উপদ্রব বাড়তেই থাকে। ওই কারখানা অঞ্চল পেরিয়ে একটি স্কুলের সামনে এসে পৌঁছয় হাতিটি। স্কুলের সীমানা পাঁচিলও ভেঙে দেয়। বন দফতরের কর্মীরা এসে পৌঁছলেও তাকে থামানো যায়নি। দাঁতালটি এর পর আরও খানিকটা এগিয়ে মামড়াবাজারে চলে আসে এবং একটি দোকানের কিছুটা অংশ ভাঙে। বন দফতরের কর্মীরা এ বার তাকে তাড়াতে তাড়াতে জাতীয় সড়ক পার করিয়ে লাগোয়া জঙ্গলে পৌঁছে দেন। ভোর পর্যন্ত সেই জঙ্গলেই ছিল দাঁতালটি। ভোরের মুখে দামোদরের ওপারে বাঁকুড়ায় ফেরত পাঠানো হয় হাতিটিকে।
বন দফতর সূত্রে খবর, গত এক বছরের মধ্যে এ রকম ঘটনা দুর্গাপুরে ঘটেনি। বছর খানেক আগে বীরভূমের দিক থেকে একটি হাতি পায়ে চোট পেয়ে চলে এসেছিল শহরে। কিন্তু সে কারও কোনও ক্ষতি করেনি।
বন দফতর কর্মীদের অনুমান, কোনও কারণে দলছুট হয়ে এই দাঁতালটি দুর্গাপুরে চলে এসেছিল। তাকে বাঁকুড়ায় ফেরত পাঠিয়ে ওখানকার বন দফতরেও খবর পৌঁছে দেওয়া হয়। দাঁতালের হামলায় আবাসন ও স্কুলের পাঁচিল ভাঙলেও কেউ আহত হননি।