Madhyamik

মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি প্রকাশ, কবে টেস্ট পরীক্ষা?

এই দিনগুলির মধ্যেই স্কুলগুলিকে পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নিতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ১২:৪১
Share:

প্রতীকী ছবি

২০২২ সালের টেস্ট পরীক্ষার দিন ঠিক করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। আগামী ১৭ থেকে ৩০ নভেম্বর মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষা আয়োজিত হবে। এমনটাই জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে। এই দিনগুলির মধ্যেই স্কুলগুলিকে পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নিতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Advertisement

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্কুলগুলিই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে। এবং প্রতি দিন পরীক্ষা হয়ে গেলে সেই পরীক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট প্রশ্নপত্র পাঠিয়ে দিতে হবে পর্ষদকে। মেল করে স্কুলগুলিকে প্রশ্নপত্র পাঠিয়ে দিতে হবে। আগামী মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র যে ধাঁচে তৈরি হবে, তা অনুসরণ করেই টেস্টের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

https://wbbse.wb.gov.in/Web/Home?l=Z%2F%2F2JeEw6P%2FkXiUjdLauQg%3D%3D মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েবসাইট থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement