ছবি: সংগৃহীত।
পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিকে চিঠি দিয়ে নির্দেশ জারি করল পর্ষদ। পরীক্ষা চলাকালীন সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক বলে জানাল পর্ষদ।
পরীক্ষা কেন্দ্রগুলিতে অপ্রীতিকর ঘটনা রুখতে এই কড়া সিদ্ধান্ত পর্ষদের। পরীক্ষা চলাকালীন প্রতি দিন সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে পরীক্ষা কেন্দ্রগুলিকে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়ের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। পর্ষদের নির্দেশ অনুযায়ী কোনও সিসিটিভির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা পুনঃস্থাপনের ব্যবস্থা রাখতে হবে কেন্দ্রগুলিকে।
যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, “বিগত বছরের পরীক্ষাগুলিতে দেখা গিয়েছে বহু কেন্দ্রে অবাঞ্ছিত নানা ঘটনা ঘটে। পরে উপযুক্ত প্রমাণ না থাকায় পর্ষদকে নানান সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এ বছর প্রথম সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।” প্রতি দিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। সেগুলি রাখতে হবে কেন্দ্রগুলির প্রধান শিক্ষকের নজরবন্দিতে। সংরক্ষিত ফুটেজ নষ্ট হলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষকদের। মধ্যশিক্ষা পর্ষদ সেই সমস্ত স্কুলকে পরীক্ষা কেন্দ্র হিসাবে বাছাই করেছে যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে।
উল্লেখ্য, নতুন বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি, আর পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হবে ১১টা ৪৫ মিনিটে আর শেষ হবে ৩টের সময়।