West Bengal Health and Family Welfare Department

ওয়াক ইন ইন্টারভিউ: বাঁকুড়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে একাধিক পদে নিয়োগ!

আগ্রহী প্রার্থীরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সরকারি ওয়েবসাইট https://www.wbhealth.gov.in/pages/career-এ গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ২১:২৮
Share:

বাঁকুড়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি বাঁকুড়ায় আংশিক সময়ের জন্য একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সরকারি ওয়েবসাইট https://www.wbhealth.gov.in/pages/career-এ গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

Advertisement

বাঁকুড়া জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য স্পেশালিস্ট মেডিসিন-এ স্বাস্থ্য অধিকর্তা, পেডিয়াট্রিক্স-এ স্বাস্থ্য অধিকর্তা, স্পেশালিস্ট জি অ্যান্ড ও-তে স্বাস্থ্য অধিকর্তা পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে। সমস্ত শূন্যপদেই আংশিক সময়ের জন্য নিয়োগ করা হবে প্রার্থীদের। বিভিন্ন পদে ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পদগুলিতে যে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে, তা নীচে বিস্তারিত দেওয়া হল--পদ: স্পেশালিস্ট মেডিসিন-এ স্বাস্থ্য অধিকর্তা, পেডিয়াট্রিক্স-এ স্বাস্থ্য অধিকর্তা, স্পেশালিস্ট জি অ্যান্ড ও-তে স্বাস্থ্য অধিকর্তা।

শূন্যপদ: প্রতিটি পদেই শূন্য আসনের সংখ্যা ১টি করে বরাদ্দ করা হয়েছে।

Advertisement

পোস্টিং: নিযুক্ত প্রার্থীদের ইউ-এইচডাব্লিউসি পলিক্লিনিক/ স্পেশালিস্ট পরিষেবায় পোস্টিং দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের এমসিআই স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিবিএস ডিগ্রি-সহ এক বছর ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশনও থাকা প্রয়োজন।

এ ছাড়াও, মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিএনবি থাকতে হবে স্পেশালিস্ট মেডিসিন-এ স্বাস্থ্য অধিকর্তা পদের জন্য। পেডিয়াট্রিক মেডিসিন-এ স্নাতকোত্তর ডিগ্রি বা ডিএনবি বা ডিপ্লোমা থাকতে হবে পেডিয়াট্রিক্স-এ স্বাস্থ্য অধিকর্তা পদের জন্য। গায়নোকোলোজি ও অবস্টেট্রিক্টস-এ স্নাতকোত্তর ডিগ্রি বা ডিএনবি বা ডিপ্লোমা থাকতে হবে স্পেশালিস্ট জি অ্যান্ড ও-তে স্বাস্থ্য অধিকর্তা পদের জন্য।

বয়ঃসীমা: সব ক্ষেত্রেই আগ্রহী প্রার্থীদের বয়স ৬২ বছরের বেশি হওয়া চলবে না।

বেতন কাঠামো: এই পদগুলিতে নির্বাচিত প্রার্থীদের সপ্তাহে ৩ দিন আংশিক সময়ে কাজ করার জন্য দৈনিক ৩০০০ টাকা বেতন দেওয়া হবে।

পদগুলিতে নির্বাচনের ধরন: ৩টি পর্যায়ে যাচাইয়ের পর আগ্রহী প্রার্থীদের এই পদের জন্য নির্বাচিত করা হবে। সেই ৩টি পর্যায় হল-- নথি যাচাই, স্কুল-কলেজে পড়াশুনোয় প্রাপ্ত নম্বর এবং কাজের অভিজ্ঞতা। এই ৩টি পর্যায়ের নম্বর গুরত্ব দিয়ে বিচার করার পরেই প্রার্থীদের উক্ত পদগুলির জন্য নির্বাচিত করা হবে।

ইন্টারভিউয়ের দিনক্ষণ: উক্ত পদগুলির জন্য আগামী ১৪ নভেম্বর সকাল ১১টায় একটি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে।

ইন্টারভিউয়ের স্থান: সিএমওএইচ-এর দফতরে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।

ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় নথি ও সেগুলির একটি করে ফোটোকপি এবং একটি পাসপোর্ট সাইজ় ছবি নিয়ে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement