Supreme Court

১৬ নভেম্বরের মধ্যে নিট পিজির কাউন্সেলিং সম্পূর্ণ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

এই সংক্রান্ত সমস্ত তথ্য ওই দিনই মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)-র কাছে পাঠাতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ২১:০৬
Share:

সুপ্রিম কোর্ট সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নিট পিজি-র দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং আগামী ১৬ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিল।

Advertisement

শীর্ষ আদালত তার নির্দেশে জানিয়েছে, নিট পিজি কাউন্সেলিংয়ের সমস্ত প্রক্রিয়া সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ১৬ নভেম্বর সন্ধ্যে ৬টার মধ্যে শেষ করতে হবে এবং এই সংক্রান্ত সমস্ত তথ্য ওই দিনই মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)-র কাছে পাঠাতে হবে।

এই নির্দেশটি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলি-র বেঞ্চ থেকে পাশ হয়েছে।

Advertisement

এই সংক্রান্ত নির্দেশে আরও জানানো হয়েছে যে, কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডের পর মপ আপ রাউন্ডটিও যথাযথ ভাবে সম্পন্ন করতে হবে।

এর আগে, বৃহস্পতিবারই এমসিসি নিট পিজি-র মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়ে ১৩ নভেম্বর করেছে। প্রার্থীরা এর জন্য এমসিসি-র ওয়েবসাইট mcc.nic.in-এ গিয়ে রেজিস্টার করতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement