Vidyasagar University Admission 2024

একাধিক বিষয়ে সার্টিফিকেট কোর্সের সুযোগ দিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রইল বিস্তারিত

প্রতিষ্ঠানের ইনকিউবেশন সেন্টারের থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ‘আগে এলে আগে সুযোগ’-এর ভিত্তিতে ভর্তি হওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৪ ১৫:০৬
Share:

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

একাধিক বিষয়ে সার্টিফিকেট কোর্স করাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের ইনকিউবেশন সেন্টারের থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ‘আগে এলে আগে সুযোগ’-এর ভিত্তিতে ভর্তি হওয়া যাবে।

Advertisement

মোট ন’টি বিষয়ের উপর এই কোর্সে পড়ানো হবে। সে গুলি হল–

১) ফরেস্ট সায়েন্স অ্যান্ড জিআইএস: অ্যান ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ

Advertisement

২) সংস্কৃত গ্রামার: সিলেক্টিভ থিমস

৩) অভিনয়ের ইতিহাস, তত্ত্ব ও প্রয়োগ

৪) ক্রিটিক্যাল থিয়োরিস ইন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস

৫) এনএমআর অ্যান্ড এইচপিএলসি

৬) সহজ প্রাণায়াম এবং যোগাসন

৭) হিস্ট্রি ফর কম্পিটিটিভ এগজ়ামস

৮) ইনভেস্টর অ্যাওয়ারনেস: স্টক ট্রেডিং, মিউচুয়াল ফান্ডস অ্যান্ড আদার ইনভেসমেন্টস

৯) লিটারেরি অ্যান্ড কালচারাল থিয়োরি

কোর্স ফি বিষয় অনুযায়ী ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকার মধ্যে নির্ধারিত। সম্পূর্ণ কোর্সের মেয়াদ তিন মাসের। কোন কোর্সে ভর্তির জন্য কী যোগ্যতা প্রয়োজন তার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতেই দেওয়া রয়েছে।

কী ভাবে ভর্তি হবেন?

আসন সংখ্যা ভর্তি হবে ‘আগে এলে আগে সুযোগ’-এর ভিত্তিতে। আগ্রহীকে প্রথমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী কোর্স ফি জমা করতে হবে। ৩০ মার্চ পর্যন্ত ভর্তি নেওয়া হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement