ডিগ্রির পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। ছবি: সংগৃহীত
মনোবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে? অসমের লোকপ্রিয় গোপীনাথ বরদোলোই রিজিয়ন ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ দিচ্ছে শিক্ষকতার সুযোগ। মনোরোগবিদ্যা (সাইকিয়াট্রি), সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, সেরিব্রাল পলসি এবং সংখ্যাতত্ত্ব বিভাগে মোট ৫ জন প্রার্থীকে শিক্ষকতার জন্য নির্বাচিত করা হবে।
কারা আবেদন জানাতে পারবেন?
১. মনোরোগবিদ্যা (সাইকিয়াট্রি) বিভাগের সহকারী শিক্ষক পদে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাঁদের সিনিয়র রেসিডেন্ট, ডেমনস্ট্রেটর, রেজিস্ট্রার, লেকচারার পদে স্বীকৃত কোনও প্রতিষ্ঠানে শিক্ষকতার অভিজ্ঞতা থাকার প্রয়োজন রয়েছে।
২. সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, সেরিব্রাল পলসি বিভাগের সহকারী শিক্ষক পদগুলির ক্ষেত্রে আবেদনকারীর সমাজসেবা, মনোবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। এর পাশাপাশি, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে মাস্টার অফ ফিলোজফি (এমফিল) এবং পিএইচডি থাকলেও প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
৩. সংখ্যাতত্ত্ব বিভাগের স্ট্যাটিসটিশিয়ান তথা লেকচারার পদে অঙ্ক এবং সংখ্যাতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি, বায়ো স্ট্যাটিস্টিক্সে পিএইচডি করেছেন এমন ব্যক্তিরাও আবেদনপত্র পাঠাতে পারবেন।
কী ভাবে আবেদন জানাবেন?
অসমের লোকপ্রিয় গোপীনাথ বরদোলোই রিজিয়ন ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের ডেপুটি ডিরেক্টরের উদ্দেশে আবেদনপত্র ও অন্যান্য নথি ডাকযোগে পাঠাতে হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ ২৬ জুন, ২০২৩। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জেনে নিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন আগ্রহী প্রার্থীরা।