ডিজিটাল বিশ্ববিদ্যালয় চালু সংগৃহীত ছবি
ডিজিটাল বিশ্ববিদ্যালয় চালু করার মিটিংটিতে ইউজিসি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন (এআইসিটিই), দিল্লি বিশ্ববিদ্যালয়, আইআইটি মাদ্রাস-এর প্রতিনিধিরা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন।
এর আগেই, ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, একটি আন্তর্জাতিক মানের ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে যাতে দেশের সমস্ত শিক্ষার্থী অনায়াসে শিক্ষাগ্রহণ করতে পারেন। এই বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন ডিগ্রি কোর্স শিক্ষার্থীদের কাছে অনলাইন মাধ্যমে নিয়ে আসবে। এই বিশ্ববিদ্যালয়টি দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিয়ে ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলবে।