M.Tech Admission in Burdwan University

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়তে চান? সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়

অনলাইনে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১৩:২৯
Share:

বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পাঠক্রমে ভর্তির দিনক্ষণ প্রকাশ করেছে উচ্চশিক্ষা দফতর। সেই নিয়ম অনুযায়ী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে শুরু হয়েছে স্নাতকোত্তর স্তরে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) পাঠক্রমে ভর্তির প্রক্রিয়া। পড়ুয়াদের আবেদন জানানোর পদ্ধতি, ভর্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়ে দেখে নিন বিস্তারিত।

Advertisement

কারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন?

দু’বছরের এই কোর্সে ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ রেডিও ফিজিক্স/ ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবেন। ভর্তি হওয়ার জন্য ইলেকট্রনিক্স/ পদার্থবিদ্যায় স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারাও আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

Advertisement

একইসঙ্গে, যে সমস্ত পড়ুয়া গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

কী ভাবে আবেদন করতে হবে?

আগ্রহী পড়ুয়াদের অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গেই আনুষঙ্গিক তথ্য এবং নথি জমা দিতে হবে। মোট ৪৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি হিসেবে দিতে হবে।

ভর্তির শর্তাবলি:

  • তিনটি ক্যাটেগরিতে ভাগ করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
  • ক্যাটেগরি এ-তে ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ রেডিও ফিজিক্স/ ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তীর্ণ এবং গেট উত্তীর্ণ পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
  • ক্যাটেগরি বি-তে উল্লিখিত বিষয়ে উত্তীর্ণ হওয়ার পর অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীদের ভর্তি নেওয়া হবে।
  • ক্যাড়েগরি সি-তে উল্লিখিত বিষয়ে শুধুমাত্র ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) /ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) ডিগ্রি লাভ করেছেন, এমন পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
  • ক্যাটাগরি সি-এর পড়ুয়াদের অনলাইনে পরীক্ষা দিতে হবে।
  • তবে সকলকেই অনলাইনে ইন্টারভিউ দিতে হবে।
  • প্রার্থীদের ইমেলে পরীক্ষা এবং ইন্টারভিউ সংক্রান্ত তথ্য পাঠানো হবে।
  • ২০ জুলাই, ২০২৩ বেলা সাড়ে ১১টা থেকে আবেদনপত্র জমা নেওয়া হবে।
  • ১৪ অগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।
  • বাছাই করা প্রার্থীদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement