Kalakshetra foundation course admissions 2023

ভিজ়ুয়াল আর্টসে ডিপ্লোমার সুযোগ কলাক্ষেত্র ফাউন্ডেশনে, জেনে নিন ভর্তির শর্তাবলি

অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। এই কোর্সে পড়ার জন্য দ্বাদশ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১০:০৯
Share:

কলাক্ষেত্র ফাউন্ডেশন, তামিলনাডু। ছবি: সংগৃহীত

ভিজ়ুয়াল আর্টস নিয়ে পড়াশোনা করতে চান? কিন্তু ডিগ্রি কোর্সে পড়ার ইচ্ছে নেই? এই বিষয়ে চার বছরের ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ কলাক্ষেত্র ফাউন্ডেশনের রুক্মিণী দেবী কলেজ অফ ফাইন আর্টস-এ ভিজ়ুয়াল আর্টস পড়ানো হবে। সম্প্রতি এই মর্মে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। বয়স ২৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

কী ভাবে আবেদন করা যাবে?

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। কলাক্ষেত্র ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে কলেজ অপশনটি বেছে নিতে হবে। সেখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনের পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।

আবেদনের শর্তাবলি:

  • অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোনও বানান ভুল করা যাবে না।
  • সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করা না হলে আবেদন গৃহীত হবে না।
  • ফর্ম পূরণ করার ক্ষেত্রে ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক।
  • আবেদন পত্র জমা দেওয়ার পর নিয়মিত মেল দেখতে হবে।
  • মেলের মাধ্যমে ক্লাস এবং ভর্তি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানানো হবে।
  • আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
  • ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি হিসেবে জমা নেওয়া হবে।

২০ জুলাই, ২০২৩ পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হবে। ভর্তি এবং কোর্স সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement