The Midnapore co-operative milk producers union limited

রাজ্যে মেদিনীপুর কো-অপারেটিভ দুগ্ধ উৎপাদক ইউনিয়নে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৯
Share:

মেদিনীপুর কো-অপারেটিভ দুগ্ধ উৎপাদক ইউনিয়নে কর্মী নিয়োগ। প্রতীকী ছবি।

পশ্চিমবঙ্গের মেদিনীপুর কো-অপারেটিভ দুগ্ধ উৎপাদক ইউনিয়নে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে পশ্চিম মেদিনীপুর জেলার সরকারি ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

Advertisement

হেড-সেলস অ্যান্ড মার্কেটিং পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। স্নাতক ছাড়াও যদি উচ্চতর ডিগ্রি বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি থাকে, তা হলে চাকরিপ্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট বিভাগে আগে অন্য কোথাও কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন।

প্রথমে ১ বছরের জন্য কাজের মেয়াদ থাকবে। তবে, প্রয়োজন অনুযায়ী কাজের সময়সীমা বাড়তে পারে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Advertisement

ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডিতে জীবনপঞ্জি পাঠিয়ে দিতে হবে। ১৪ ফেব্রুয়ারি ’২৩-এর মধ্যে মেল পাঠাতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে ওয়েবসাইটটি দেখুন— https://www.paschimmedinipur.gov.in/।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement