port

ভারতীয় পোর্ট অ্যাসোসিয়েশন কর্মী নিয়োগ করতে চলেছে, কোন পদে? কত বেতন?

নিয়োগের পর বেতন দেওয়া হবে ৬০ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকার উপরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ১৫:৪৭
Share:

পোর্টে চাকরির সুযোগ। প্রতীকী ছবি।

ভারতীয় পোর্ট অ্যাসোসিয়েশনের তরফে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশাখাপত্তনম পোর্ট অথরিটি-র ওয়েবসাইটে।

Advertisement

চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (সিএও) পদে নিয়োগ করা হবে। আবেদনের জন্য বয়স হওয়া দরকার ৫৫ বছরের মধ্যে। লেভেল ১১ অনুযায়ী আগে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। লেভেল ১০ অনুযায়ী ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।

সিএও পদে ডেপুটেশনের ভিত্তিতে ৩ বছরের জন্য নেওয়া হবে কর্মী। নিয়োগের পর বেতন হবে ৬০ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকার উপরে।

Advertisement

আবেদন প্রক্রিয়া:

আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে প্রথমে বিশাখাপত্তনম পোর্ট অথরিটি-র ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গিয়ে যেতে হবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে। এর পর নিয়োগের নিয়ম অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ২৭ মার্চে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয় বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশাখাপত্তনম পোর্ট অথরিটি-র ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement