BPEd and MPEd Admission 2023

ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়ার ইচ্ছে? সুযোগ দিচ্ছে কলকাতারই একটি প্রতিষ্ঠান

২০২৩-২৫ শিক্ষাবর্ষে ব্যাচলের অফ ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) এবং মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৩ ১৪:১৫
Share:

স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উওমেন। ছবি: সংগৃহীত।

কলকাতার স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উওমেন প্রতিষ্ঠান দিচ্ছে বিপিএড এবং এমপিএড কোর্সের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

২০২৩-২৫ শিক্ষাবর্ষে ব্যাচলের অফ ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) এবং মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি দু’বছরের কোর্স। শুধুমাত্র মহিলা শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবেন এই কোর্সে। ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং কোর্স ফি জানতে স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উওমেন প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখতে হবে। অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া যাবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

Advertisement
  • অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর ’২৩ থেকে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
  • এমপিএড কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হবে ২০ সেপ্টেম্বর।
  • বিপিএড কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হবে ২২ সেপ্টেম্বর।
  • ২৫ সেপ্টেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
  • ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
  • ১০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উওমেন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকেই অনলাইনে ভর্তি হওয়া যাবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উওমেন প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement