স্টাফ সিলেকশন কমিশন(এসএসসি)। প্রতীকী ছবি।
জানুয়ারিতেই পরীক্ষা শুরু, তার আগেই স্টাফ সিলেকশন কমিশন(এসএসসি) জেনারেল ডিউটি (জিডি) কনস্টেবল নিয়োগের অ্যাডমিট কার্ড প্রকাশ করল। দেশের পশ্চিম, মধ্য, উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম অঞ্চলে এই পরীক্ষার মাধ্যমে জিডি কনস্টেবল নিয়োগ করা হবে। আগ্রহীরা এসএসসি-র আঞ্চলিক ওয়েবসাইটগুলি থেকে তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
আগামী ১০ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি-র জিডি কনস্টেবল নিয়োগের পরীক্ষাটির আয়োজন করা হবে। পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড না নিয়ে গেলে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে দেওয়া হবে না বলেও কমিশনের তরফে জানানো হয়েছে। এ ছাড়াও, পরীক্ষার দিন একটি সচিত্র প্রমাণপত্র নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের। এই পরীক্ষার মাধ্যমে মোট ২৪,৩৬৯টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে এসএসসি।
কী ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষার্থীরা?
পরীক্ষার্থীরা যে লিঙ্কগুলিতে সরাসরি ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, সেগুলি হল-- https://www.sscner.org.in/en/, http://www.sscsr.gov.in/, https://www.ssc-cr.org/ এবং https://www.sscmpr.org/।