railway

১৭০০-এর বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল

২ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ৫টার মধ্যে আবেদন করতে হবে। আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক পাশ হতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ১৭:২৬
Share:

রেলে চাকরি। প্রতীকী ছবি।

ভারতীয় রেলওয়ের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ছে। রেলের দক্ষিণ-পূর্ব শাখার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। এই বিষয়ে বিস্তারিত তথ্য দেখুন।

Advertisement

পদ: শিক্ষানবিশ (APPRENTICES) পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ: প্রায় ১৭৮৫টি।

Advertisement

বয়ঃসীমা: ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। বিশেষ শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

যোগ্যতা: আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক পাশ হতে হবে।

ন্যাশনাল কাউন্সিল অফ ট্রেনিং ইন ভোকেশনাল ট্রেডস (এনসিভিটি) বা স্টেট কাউন্সিল অফ ট্রেনিং এডুকেশন অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং (এসসিভিটি) দ্বারা স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র থাকতে হবে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। https://www.rrcser.co.in/ এই লিঙ্ক থেকে ‘নোটিস’-এ যেতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য এবং নথি দিয়ে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে।

আবেদন ফি: আবেদন-মূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। তবে, তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং মহিলা প্রার্থীদের জন্য কোনও টাকা লাগবে না।

নিয়োগ প্রক্রিয়া: নথি যাচাইকরণের মাধ্যমে মেধাতালিকার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ দিন: ২ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ৫টার মধ্যে আবেদন করতে হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে রেলের দক্ষিণ-পূর্ব শাখার ওয়েবসাইটটি দেখুন https://www.rrcser.co.in/।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement