SIDBI

ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখছেন? কর্মী নিয়োগ করবে সিডবি,পরীক্ষা হতে পারে জানুয়ারিতে

গ্রেড এ-সহকারী (অ্যাসিস্ট্যান্ট) ম্যানেজার পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক নজরে দেখে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১৮:৪১
Share:

সিডবি। ছবি: সংগৃহীত।

সিডবি (স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)-এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রেড এ-সহকারী (অ্যাসিস্ট্যান্ট) ম্যানেজার পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক নজরে দেখে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

Advertisement

আবেদনের শেষ তারিখ: ১৪ ডিসেম্বর ২০২২ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা এবং টাকা জমা দেওয়া যাবে। ৩ জানুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে এবং টাকা জমা দেওয়া যাবে। ২০২৩ সালের জানুয়ারিতে হতে পারে নিয়োগের অনলাইন পরীক্ষা। ইন্টারভিউ হতে পারে ফেব্রুয়ারিতে।

শূন্যপদের সংখ্যা: ১০০টি।

Advertisement

বেতন: প্রতি মাসে প্রায় ৭০ হাজার টাকা।

যোগ্যতা

  • ভারত, নেপাল অথবা ভুটানের নাগরিক হতে হবে আবেদনকারীকে।
  • আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
  • যে কোনও বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর হতে হবে। অথবা আইন/ ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হলেও চলবে।

নিয়োগ প্রক্রিয়া: অনলাইনের মাধ্যমে ১৮০ মিনিটের ২৫০ নম্বরের অবজেকটিভ এবং বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হবেন, তাঁদের ইন্টারভিউয়ে ডাকা হবে।

ইচ্ছুক প্রার্থীরা বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই ওয়েবসাইট দেখুন https://www.sidbi.in/en

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement