HS practical exam marks deadline

যথাসময়ে নম্বর জমা না পড়লে দিতে হবে মোটা জরিমানা, নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

দেখা গিয়েছে বহু স্কুল হয় নম্বর নথিভুক্ত করেনি। পাশাপাশি এমনও রয়েছে নম্বর ভুল নথিভুক্ত করা হয়েছে। শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ২০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নম্বর যুক্ত, ভুল সংশোধন করার সুযোগ পাবে স্কুলগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০০
Share:

নিজস্ব চিত্র।

হাতে মাত্র আর সাত দিন, তার মধ্যেই জমা দিতে হবে প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর। এই সময়ের মধ্যে না দিলে পরীক্ষার্থী পিছু মোটা অঙ্কের জরিমানা দিতে হবে স্কুলকে। এমনই নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘গত বছর ডিসেম্বর থেকে এই নিয়ে তিন বার পোর্টাল খোলা হল। ডিসেম্বরের পর জানুয়ারিতেও পোর্টাল খোলা হয়েছিল। কিন্তু তাতেও অনেক স্কুল নম্বর যুক্ত করেনি। এ বার পরীক্ষার ১০ দিন আগে এই শেষ সুযোগ দেওয়া হচ্ছে। সাত দিনের মধ্যে যদি কোনও স্কুল জমা না দেয় তা হলে জরিমানা দিতেই হবে।’’

প্রসঙ্গত, ’২৪-র ডিসেম্বরে ২ থেকে ৩১ তারিখ পর্যন্ত একবার খোলা হয়েছিল পোর্টাল। ফের জানুয়ারি মাসেও ১০ থেকে ১৫ দিনের জন্য খোলা হয়েছিল। কিন্তু দেখা গিয়েছে তাতেও বহু স্কুল নম্বর নথিভুক্ত করেনি। পাশাপাশি এমনও রয়েছে যারা ভুল নম্বর নথিভুক্ত করেছে। শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ২০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নম্বর যুক্ত করা, ভুল সংশোধন করার সুযোগ পাবে স্কুলগুলি। যদি এর পরেও কোনও স্কুল বাকি থেকে যায় তা হলে পরীক্ষার্থীপিছু এক হাজার টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষকদের সংশ্লিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে টাকা জমা দিতে হবে এবং নম্বর যুক্ত করতে হবে।

Advertisement

পাশাপাশি পরীক্ষার আগে আরও একটি সমস্যার সম্মুখীন হয়েছে স্কুলগুলি। চলতি বছর থেকে পরীক্ষা কেন্দ্রে কে মূল পরীক্ষক হবেন, কে স্ক্রুটিনি করবেন সেই সব শিক্ষা সংসদের তরফে ঠিক করে দেওয়া হয়েছে। স্কুলগুলিকে লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্কে ক্লিক করলেও তালিকা দেখা যাবে। অভিযোগ, ওই লিঙ্ক খোলা যাচ্ছে না। তাই এখনও পর্যন্ত বেশ কিছু স্কুলের কাছে স্পষ্ট তালিকা নেই মূল পরীক্ষক বা কে স্ক্রুটিনি করবেন সেই বিষয়ে। শিক্ষা সংসদের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, সাময়িক টেকনিক্যাল সমস্যার জন্য এমনটা হচ্ছে। তবে, যদি লিঙ্কটি সম্পূর্ণ ‘কপি’ করে অন্য ‘ব্রাউজার’-র ‘পেস্ট’ করা হয় তা হলে ওই তালিকা দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement