SBI

৪৭ টি শূন্যপদে এসবিআই-এর রিটায়ার্ড ব্যাঙ্ক অফিসার নিয়োগ

আবেদন জানানোর প্রক্রিয়াটি গত ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এসবিআই-এর সরকারি ওয়েবসাইট-sbi.co.in/web/careers-এ গিয়ে আবেদন জানাতে পারেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ১৫:৩৭
Share:

এসবিআই-এর রিটায়ার্ড ব্যাঙ্ক অফিসার নিয়োগ সংগৃহীত ছবি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) রিটায়ার্ড ব্যাঙ্ক অফিসার (আরবিও) পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নিচ্ছে। আবেদন জানানোর প্রক্রিয়াটি গত ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এসবিআই-এর সরকারি ওয়েবসাইট-sbi.co.in/web/careers-এ গিয়ে আবেদন জানাতে পারেন।

Advertisement

এসবিআই ৪৭ টি শূন্যপদে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স ৬০ বছর এবং সর্বোচ্চ বয়স ৬৩ বছর হতে হবে। আগামী ৩১ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে।

চাকরিপ্রার্থীরা কী ভাবে আবেদন জানাবেন?

Advertisement

১. প্রথমেই এসবিআই-এর সরকারি ওয়েবসাইট-sbi.co.in/web/careers-এ যেতে হবে।

২. এর পর হোমপেজে 'এনগেজমেন্ট অফ রিটায়ার্ড ব্যাঙ্ক অফিসার কন্ট্রাক্ট বেসিস' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. রেজিস্টার করার পর প্রার্থীদের আবার লগ ইন করে আবেদন জানাতে হবে।

৪. প্রয়োজনীয় তথ্যপূরণ করে এর পর আবেদনপত্রের জন্য বরাদ্দ মূল্যটি জমা দিয়ে দিতে হবে।

৫. এ বার আবেদনপত্রটি ডাউনলোড করে প্রার্থীরা একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

এই পদে প্রার্থীরা নির্বাচিত হলে মাসিক ৪০,০০০ টাকা বেতন পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement