সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। সংগৃহীত ছবি।
সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স-এ কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানের একাধিক বিভাগের জন্য রিসার্চ অ্যাসোসিয়েটস নেওয়া হবে। স্বল্প সময়ের জন্য এক বছর কাজের মেয়াদ থাকবে। যদিও পরিবর্তন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। মোট শূন্যপদ রয়েছে ১১টি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি থাকা দরকার। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া দরকার। রিসার্চ অ্যাসোসিয়েট-১ হিসাবে নিযুক্ত হলে মাসে ৫৮ হাজার টাকা করে দেওয়া হবে। যদি রিসার্চ অ্যাসোসিয়েট-২ হিসাবে নিযুক্ত করা হয়, সে ক্ষেত্রে মাসে ৬১ হাজার টাকা করে দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জব অপারচুনিটিজ়’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে মেল করতে হবে। ৩০ এপ্রিল আবেদনপত্র মেল করার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।