West Bengal National University of Juridical Sciences

রাজ্যের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ

বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। প্রার্থীদের চুক্তির ভিত্তিতেই সমস্ত পদে নিয়োগ করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৮:২১
Share:

ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস। সংগৃহীত ছবি।

ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (এনইউজেএস)-এ শিক্ষক ও অশিক্ষক পদে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। প্রার্থীদের চুক্তির ভিত্তিতেই সমস্ত পদে নিয়োগ করা হবে। আগ্রহীরা এই পদগুলিতে আবেদন জানানোর ফর্ম ও নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন।

Advertisement

নিয়োগ বিজ্ঞপ্তিতে যে তথ্যগুলি জানানো হয়েছে, সেগুলি হল:

পদ ও শূন্য আসনের সংখ্যা:

Advertisement

শিক্ষার সঙ্গে সম্পর্কিত পদগুলি হল:

১. শিক্ষক সহকারী (টিচিং অ্যাসিস্ট্যান্ট)(ভাষাতত্ত্ব বিভাগে)-১টি

২. পোস্ট ডক্টরাল ফেলো (আইন ও সমাজবিজ্ঞান বিভাগে)-২টি

৩. রিসার্চ অ্যাসোসিয়েট (আইন/সমাজবিজ্ঞান বিভাগে)-১টি

৪. রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (আইন/সমাজবিজ্ঞান বিভাগে)-১টি

অশিক্ষক কর্মীর পদগুলি হল:

১. উপাচার্যের সহ-সচিব-১টি

২. হোস্টেল ম্যানেজার-১টি

৩. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট-২টি

৪. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সিভিল(আংশিক সময়ের জন্য)-১টি

বয়ঃসীমা:

১. শিক্ষক সহকারী (টিচিং অ্যাসিস্ট্যান্ট)(ভাষাতত্ত্ব বিভাগে)-সর্বোচ্চ ৩৫ বছর

২. পোস্ট ডক্টরাল ফেলো (আইন ও সমাজবিজ্ঞান বিভাগে)-সর্বোচ্চ ৪০বছর

৩. রিসার্চ অ্যাসোসিয়েট (আইন/সমাজবিজ্ঞান বিভাগে)-সর্বোচ্চ ৩০বছর

৪. রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (আইন/সমাজবিজ্ঞান বিভাগে)-সর্বোচ্চ ৩০বছর

৫. উপাচার্যের সহ-সচিব-সর্বোচ্চ ৩৫ বছর

৬. হোস্টেল ম্যানেজার-সর্বোচ্চ ৩৫ বছর

৭. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট-সর্বোচ্চ ৩৫ বছর

৮. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সিভিল-সর্বোচ্চ ৪০বছর

বেতন কাঠামো:

১. শিক্ষক সহকারী (টিচিং অ্যাসিস্ট্যান্ট)(ভাষাতত্ত্ব বিভাগে)-মাসিক ৫০,০০০ টাকা

২. পোস্ট ডক্টরাল ফেলো (আইন ও সমাজবিজ্ঞান বিভাগে)-মাসিক ৫০,০০০ টাকা ও বাড়িভাড়া বাবদ ভাতা

৩. রিসার্চ অ্যাসোসিয়েট (আইন/সমাজবিজ্ঞান বিভাগে)-মাসিক ৪০,০০০ টাকা

৪. রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (আইন/সমাজবিজ্ঞান বিভাগে)-মাসিক ২৫,০০০ টাকা

৫. উপাচার্যের সহ-সচিব-মাসিক ৪৪,৯০০ টাকা

৬. হোস্টেল ম্যানেজার-মাসিক ৩৫,৪০০ টাকা

৭. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট-মাসিক ২৫,০০০ টাকা

৮. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সিভিল-মাসিক ২৫,০০০ টাকা

চাকরির মেয়াদ: সমস্ত পদেই প্রার্থীদের চুক্তির ভিত্তিতে প্রাথমিক ভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হবে। তবে পরবর্তী কালে প্রার্থীদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়তেও পারে।

আবেদন প্রক্রিয়া: আবেদন জানানোর জন্য প্রার্থীদের আবেদনপত্রটি পূরণ করে আবেদনমূল্য-সহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মেল বা ডাক মারফত পাঠাতে হবে অথবা সশরীরে তাঁর অফিসে গিয়ে সব কিছু জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর জন্য রেজিস্ট্রারের মেল আইডিটি হল-registrar@nujs.edu এবং বিশ্ববিদ্যালয়ের ঠিকানাটি হল-১২ এলবি ব্লক, ডঃ আম্বেদকর ভবন, সেক্টর-৩,সল্টলেক, কলকাতা-৭০০১০৬। আগামী ২০ জানুয়ারী, ২০২৩ বিকেল ৫টার মধ্যে প্রার্থীদের আবেদনপত্রটি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনমূল্য: আবেদন জানানোর জন্য জেনারেল ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ১০০০ টাকা এবং এসসি/এসটি/পিডব্লিউডি ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ৫০০ টাকা জমা দিতে হবে।সমস্ত পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতামান ও নিয়োগ সম্পর্কিত অন্যান্য তথ্য জানতে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-https://www.nujs.edu/-এ যেতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement