মপ আপ’ রাউন্ডের ফল ঘোষণা সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ড ২৭ সেপ্টেম্বর কাউন্সেলিংয়ের ‘মপ আপ’ রাউন্ডের বরাদ্দ আসনের ফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা বরাদ্দ আসনের ফলাফলগুলি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট-wbjee.nic.in.-এ গিয়ে দেখতে পারবেন।‘মপ আপ’ রাউন্ডটি সেই পরীক্ষার্থীদের জন্য, যাঁরা আসন বরাদ্দের প্রথম ও দ্বিতীয় রাউন্ডে একটিও আসন সংরক্ষিত করে উঠতে পারেননি। যাঁরা ‘মপ আপ’ রাউন্ডে নিজেদের জন্য আসন সুরক্ষিত করতে পারবেন, তাঁদের এর পর ফর্ম ফিল আপ, বরাদ্দ অর্থ জমা এবং বিকল্প বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
পরীক্ষার্থীরা কী ভাবে ‘মপ আপ’ রাউন্ডের আসন বরাদ্দের ফলাফল দেখবেন?
১. প্রথমে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সরকারি ওয়েবসাইট- wbjee.nic.in-এ যেতে হবে।
২. এর পর ‘ডাব্লিউবিজেইই’ লেখা ট্যাবে ক্লিক করতে হবে।
৩. এখানে ‘মপ আপ রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর ডাব্লিউবিজেইই কাউন্সেলিং’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৪. এর পর ডাব্লিউবিজেইই-এর রোল নম্বর, পাসওয়ার্ড ও সিকিউরিটি পিন দিলেই স্ক্রিনে রেজাল্টটি দেখা যাবে।
৫. পরীক্ষার্থীরা ভবিষ্যতের জন্য এই রেজাল্টটি ডাউনলোড করে রাখতে পারেন।
এই পরীক্ষার কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের আসন বরাদ্দ শুরু হয়েছিল গত ৭ সেপ্টেম্বর থেকে এবং শেষ হয় গত ১২ সেপ্টেম্বর সন্ধে ৬ টায়। দ্বিতীয় রাউন্ডের আসন বরাদ্দ চলেছে গত ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যে ৬টা পর্যন্ত। ‘মপ আপ’ রাউন্ডের আসন বরাদ্দের ফলাফল ঘোষণা হওয়ার পর বরাদ্দ টাকা জমা দেওয়ার ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে আগামী ২৯ সেপ্টেম্বর সন্ধে ৬টা পর্যন্ত।