Railway Recruitment Board

২০১৯ সালে বিজ্ঞাপিত নন টেকনিক্যাল পপুলার বিভাগের পাঁচটি স্তরের সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে আরআরবি

রেলওয়ে দফতর থেকে সোমবার জানানো হয়েছে যে, ২০১৯ সালে বিজ্ঞাপিত নন টেকনিক্যাল পপুলার বিভাগের পাঁচটি স্তরের সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:০২
Share:

নিয়োগ প্রক্রিয়া গ্রাফিক্স ছবি

রেলওয়ে দফতর থেকে সোমবার জানানো হয়েছে যে, ২০১৯ সালে বিজ্ঞাপিত নন টেকনিক্যাল পপুলার বিভাগের পাঁচটি স্তরের সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দক্ষতা পরীক্ষার উত্তরপত্রগুলির মূল্যায়ন প্রক্রিয়া এখনও চলছে বলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে।

Advertisement

২১ টি আরআরবির ষষ্ঠ স্তরের ফলাফলগুলি ৬ সেপ্টেম্বর থেকে প্রকাশ করা হয়েছে। বাছাই করা তালিকাভুক্ত প্রার্থীদের নথিপত্র যাচাই ও স্বাস্থ্য পরীক্ষার পরই চূড়ান্ত তালিকাটি প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরও জানিয়েছে, এই ভাবে ক্রমানুসারে প্রতিটি স্তরের জন্য আলাদা ভাবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলে প্রতিটি পদের জন্য যে একজন মাত্র প্রার্থীকেই নির্বাচিত করা হচ্ছে, তা নিশ্চিত করা যাবে। যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

আরআরবি চূড়ান্ত তালিকার বিজ্ঞপ্তি প্রকাশ করলে প্রতিটি পর্যায়ের জন্য নির্দিষ্ট জোনাল রেলওয়ে সেই সব প্রার্থীদের নিয়োগপ্রক্রিয়া শুরু করবে। রেলওয়ের পক্ষ থেকে প্রার্থীদের বলা হয়েছে, তাঁরা যেন তাঁদের নিয়োগের জন্য প্রস্তুতির ব্যাপারেই মনোযোগ দেন, কেন না বাছাই করার ক্ষেত্রে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement