NEET UG

আয়ুষ নিট ইউজি কাউন্সেলিং রাউন্ড ১-এর ফলাফল প্রকাশ করা হয়েছে

যে প্রার্থীদের নাম রয়েছে তালিকায়, তাঁদের ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রতিষ্ঠানে রিপোর্ট করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২২ ১৭:৫০
Share:

প্রতীকী ছবি

আয়ুষ নিট ইউজি কাউন্সেলিং রাউন্ড ১-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৮নভেম্বর ২০২২ তারিখে এএসিসিসি (আয়ুষ অ্যাডমিশন সেন্ট্রাল কাউন্সেলিং কমিটির) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ফলাফল। যে প্রার্থীদের নাম রয়েছে তালিকায়, তাঁদের ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রতিষ্ঠানে রিপোর্ট করতে হবে।

Advertisement

কী ভাবে দেখতে পারবেন রেজ়াল্ট

  • প্রথমে প্রার্থীকে https://aaccc.gov.in/WebinfoUG/Page/Page?PageId=1&LangId=P আয়ুষ অ্যাডমিশন সেন্ট্রাল কাউন্সেলিং কমিটির এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর ‘ইউজি কাউন্সেলিংয়ে’ যেতে হবে।
  • ‘সিট অ্যালটমেন্ট রেজ়াল্ট রাউন্ড ১’ যেতে হবে।
  • পিডিএফ ফরম্যাটে ফলাফল দেখতে পেয়ে যাবেন প্রার্থীরা।
  • সেখান থেকে কন্ট্রোল এফ এর সাহায্যে নিজের র‍্যাঙ্ক খুঁজে নিতে হবে প্রার্থীদের।
  • পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে রাখতে পারেন প্রার্থীরা।
Advertisement

আয়ুষ নিট ইউজি কাউন্সেলিং রাউন্ড ২ শুরু হতে পারে ১ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement