নিয়োগ বিজ্ঞপ্তি সংগৃহীত ছবি
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) ৪৩টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত এই সব পদগুলির মধ্যে রয়েছে-অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্পেশালিস্ট গ্রেড ৩, প্রসিকিউটরের মতো বহু পদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদগুলিতে আবেদন জানানো যাবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।
বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যাও বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।
সেগুলি হল:
১. গুরুতর জালিয়াতি তদন্ত দফতর (এসএফআইও)-এর প্রসিকিউটর পদে ১২ টি আসনে নিয়োগ করা হবে।
২. জেনারেল মেডিসিনের স্পেশালিস্ট গ্রেড ৩ অফিসার পদে ২৮টি আসনে নিয়োগ করা হবে।
৩. আয়ুর্বেদের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ১টি আসনে নিয়োগ করা হবে।
৪. ইউনানির জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ১টি আসনে নিয়োগ করা হবে।
৫. ভেটেরিনারি অফিসার বা পশুচিকিত্সার অফিসার পদে ১০টি আসনে নিয়োগ করা হবে।
উপরোক্ত পদগুলিতে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
গুরুতর জালিয়াতি তদন্ত দফতরে প্রসিকিউটর পদে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি :
১. পরীক্ষার্থীদের যে কোনও বিষয়ে গ্রাজুয়েশন করতে হবে, এ ছাড়াও কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে আইন-এ গ্রাজুয়েশন পাশের ডিগ্রি থাকতে হবে।
অথবা
২. কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরব্যাপী আইন-এর কোর্সে ইন্টিগ্রেটেড গ্রাজুয়েশন ডিগ্রি পাশ করতে হবে।
ভেটেরিনারি অফিসার পদে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি:
১. ভারতীয় ভেটেরিনারি কাউন্সিলের আইন (১৯৮২)-এর প্রথম বা দ্বিতীয় তফসিলে উল্লিখিত ভেটেরিনারি ডিগ্রি থাকতে হবে।
২. আবেদনকারীদের রাজ্য ভেটেরিনারি কাউন্সিল বা ভারতীয় ভেটেরিনারি কাউন্সিল-এর রেজিস্ট্রেশন থাকতে হবে।
উপরোক্ত পদগুলিতে আবেদন জানানোর জন্য আবেদনকারীদের ইউপিএসসি-এর সরকারি ওয়েবসাইট-https://www.upsconline.nic.in/-এ গিয়ে ১৩ অক্টোবরের আগে আবেদন জমা দিতে হবে।