আইবিপিএস আরআরবি পিও-র মূল পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগৃহীত ছবি
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) আরআরবি পিও পদের মেইন পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। আইবিপিএস-এর সরকারি ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা আগামী ১ অক্টোবর পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যে সমস্ত পরীক্ষার্থীরা আইবিপিএস আরআরবি পিও-র প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন, তাঁরাই মূল পরীক্ষাটি দিতে পারবেন।
কী ভাবে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
১. প্রথমেই পরীক্ষার্থীদের আইবিপিএস-এর সরকারি ওয়েবসাইট-https://www.ibps.in/-এ যেতে হবে।
২. হোমপেজে ‘আইবিপিএস আরআরবি পিও মেইন ২০২২ অ্যাডমিট কার্ড’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩. লিঙ্কটিতে ক্লিক করার পর এখানে নিজের লগ-ইন ডিটেলস যেমন রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিতে হবে।
৪. এর পর পরীক্ষার্থীরা তাঁদের অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাবেন। অ্যাডমিট কার্ডটিতে পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর, পরীক্ষাকেন্দ্র এবং অন্যান্য তথ্য সঠিকভাবে যাচাই করে দেখে নিতে হবে।
৫. এ বার পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে হবে।